‘বঙ্গমাতা’ সিনেমা দেখে কেদেঁছি : জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি

বিনোদন ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ‘ফজিলাতুন নেছা মুজিবের’ জীবনের গল্প নিয়ে প্রথমবারের মতো তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বঙ্গমাতা’।

জ্যোতিকা জ্যোতি

মঙ্গলবার (৮ আগস্ট) বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে সিনেমাটি মুক্তি পেয়েছে।

সিনেমাটি নিয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, ‘যার নাম শুনলেই মনে হয় বাংলাদেশ। এ সিনেমায় অভিনয় করতে পারা আমার জন্য সৌভাগ্যের বিষয়।’

গৌতম কৈরীর পরিচালনায় সিনেমায় বঙ্গমাতার চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি। এ ছাড়া কিশোরী বয়সের চরিত্রে আছেন মেঘলা টুপুর।

এর আগে সোমবার বিকেলে শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো-র আয়োজন করা হয়েছিল।

বিছানার চাদর কতদিন পর পর বদলানো উচিত

এ চলচ্চিত্রটি নির্মাণ করেছে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।