বিনোদন ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন সুলতানা কামাল। ষাট ও সত্তরের দশকে অ্যাথলেটিক ট্র্যাক দাপিয়ে বেড়িয়েছেন তিনি। লং জাম্প ও ১০০ মিটার হার্ডলসে বরাবরই ছিলেন সেরা। তার আরও একটি পরিচয় আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের সহধর্মিণী সুলতানা আহমেদ খুকি (পরে সুলতানা কামাল)। তার জীবনের গল্প নিয়ে নির্মাণ হচ্ছে সিনেমা।
ষাটের দশকের গোড়ার দিকে রক্ষণশীল সমাজব্যবস্থায় মেয়েদের ঘরের বাইরে বেরোনোই কঠিন ছিল। সে সময় সুলতানা কামালের অ্যাথলেটিকসে যাত্রা শুরু। বর্তমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে খুদে অ্যাথলেটদের দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে তার অ্যাথলেটিকস-জীবনের সূচনা হয়।
যেহেতু তার গল্প নিয়ে সিনেমাটি হচ্ছে তাই ‘অ্যাথলেট সুলতানা কামাল’ নামে দেখা যাবে এটি। সিনেমাটি নির্মাণ করছেন রিয়াজুল হক ইমরান। জানা গেছে এটি সরকারি অনুদানের একটি সিনেমা।
সিনেমাটি নিয়ে জানা যায়, ‘সুলতানা কামালের মাত্র ২৩ বছরের জীবনে যতটুকু অর্জন সবকিছু তুলে ধরা হয়েছে এখানে। ১৯৫২ সালের ১০ ডিসেম্বর তার জন্ম। তখনকার সময়ে অ্যাথলেট হওয়া ততটা সহজ ছিল না। সে সময়ের নারী ক্রীড়াবিদের যে সংগ্রাম তা উঠে আসবে গল্পে।’
অ্যাথলেট সুলতানা কামালের চরিত্রে দেখা যাবে কলকাতার মডেল রিয়া ঘোষকে। তিনি চরিত্রটিও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
আরও জানা গেছে, এরইমধ্যে শেষ হয়েছে সিনেমাটির শুটিং। এখন চলছে বাকি কাজ। তবে শিগগির সব কাজ শেষ করে মন্ত্রণালয়ে সিনেমাটি জমা দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।