Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ ছিল সরকারের বড় ধরনের স্বার্থবিরোধী দুর্নীতির প্রকল্প
    অপরাধ-দুর্নীতি

    বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ ছিল সরকারের বড় ধরনের স্বার্থবিরোধী দুর্নীতির প্রকল্প

    Mynul Islam NadimDecember 21, 20243 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের পর তড়িঘড়ি করে নেওয়া হয় দ্বিতীয় প্রকল্প। বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ ছিল বিগত সরকারের বড় ধরনের আর্থিক দুর্নীতির প্রকল্প। সেই সঙ্গে যেভাবে চুক্তির প্রস্তুতি চলছিল তা ছিল পুরোপুরি দেশের স্বার্থবিরোধী। সে কারণে ওই প্রকল্প এখন প্রায় অনিশ্চিত। সম্প্রতি বিষয়টি নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। বৈঠকের বার্তা পৌঁছানো হয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলামের কাছেও। আপাতত বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা।

    bongobondhu sattelite 2

    অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরই বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয় বলে জানান বিএসসিএলের কর্মকর্তারা। বাংলাদেশ প্রতিদিনকে তারা বলেন, এ নিয়ে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। সেখানে রাশিয়ার সঙ্গে যে চুক্তি হতে যাচ্ছিল তা ছিল অনেকটা অস্বাভাবিক। এখানে লেনদেনের যে শর্ত ছিল তা মোটেই গতানুগতিক নয়। কেন এ ধরনের চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছিল আমরা এখন তা জানার চেষ্টা করছি। আর্থিক লেনদেনের শর্তের পাশাপাশি অনেক অসংগতি পেয়েছি। সেগুলো এখন যাচাই-বাছাই করা হচ্ছে। এ ধরনের একপেশে ও দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া চুক্তি করার নেপথ্যে কারা জড়িত, তাদের উদ্দেশ্যই বা কী ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সবমিলিয়ে প্রকল্পটি কতদিনের মধ্যে আলোর মুখ দেখবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান তারা।

    সংশ্লিষ্টরা জানান, প্রকল্পের নাম নিয়েও প্রশ্ন উঠেছে। এরই মধ্যে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নামের একটি রয়েছে। তাই পরবর্তী স্যাটেলাইটের নাম পরিবর্তনের ইঙ্গিত দেন তারা। তবে ওই প্রকল্পের নাম এখনো পরিবর্তন করা হয়নি বলে জানান বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলাম। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, এ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আমাদের কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। তিনি বলেন, ভাবার বিষয় রাশিয়ার সঙ্গে যাব নাকি ফ্রান্সের সঙ্গে যাব? এর মধ্যে আবার আর্থিক ইস্যুও রয়েছে। আমরা যদি সফট লোন পাই তাহলে কার কাছ থেকে পাব সেগুলো নিয়ে কাজ করতে হবে। আগের সরকারের আমলে বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে অনেকদূর এগিয়েছিল। কিন্তু রাশিয়া যে লোন অফার করেছিল সেটার ইন্টারেস্ট রেট অনেক হাই ছিল। ৫ ভাগেরও বেশি। কিন্তু সফট লোন হয় সাধারণত এক থেকে দেড় পার্সেন্টের মধ্যে।

    এদিকে বিএসসিএলের কর্মকর্তারা জানান, যৌক্তিক কারণে বর্তমান সরকার হয়তো প্রকল্পটি নিয়ে কাজ করতে চায় না। তারা পরবর্তী নির্বাচিত সরকারের ওপর ছেড়ে দিতে চায়। এ ধরনের বড় প্রকল্পর সঙ্গে রাজনৈতিক শক্তির একটি যোগসূত্র থাকে। কারণ একটি রাজনৈতিক সরকারের সঙ্গে অপর দেশের রাজনৈতিক সরকারের বোঝাপড়া থাকে। যেহেতু বিশাল অঙ্কের প্রকল্প তাই রাজনৈতিক বোঝাপড়া থাকলে প্রকল্পের কাজ অনেকটা সহজ হয়। বিশেষ করে ঋণ পাওয়া ও তা পরিশোধের ক্ষেত্রে দুই পক্ষের জন্য সহায়ক হয়। তা ছাড়া এ ধরনের প্রকল্প দীর্ঘমেয়াদের হয়ে থাকে। তাই নির্বাচিত সরকারের জন্য এ নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা ভালো বলে মনে করছে ক্ষমতাসীন সরকার।

    খুলনা মহানগরীর শীর্ষ সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে ‘হাড্ডি সাগর’ গ্রেফতার

    মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য রুশ ফেডারেশনের গ্লাভকসমসের সঙ্গে সহযোগিতা স্মারক স্বাক্ষর করা হয় ২০২২ সালের ২ ফেব্রুয়ারি। মহাকাশ বিষয়ক রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্লাভকসমসের সঙ্গে স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ বিষয়ে সহযোগিতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে আর্থ অবজারভেটরি ক্যাটাগরির ওই স্যাটেলাইটটির নির্মাণের অভিযাত্রা শুরু হয়। এর আনুমানিক ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার কোটি টাকা। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে ওই প্রকল্পের কাজ আওয়ামী লীগ সরকারের আমলে বিলম্ব হয়। এটি ২০২৩ সালে উৎক্ষেপণ করার কথা ছিল। সংশ্লিষ্টরা জানান, বঙ্গবন্ধু-২ স্যাটেলাইটের অভিযানের সময়কাল নির্ধারণ করা ছিল ১৮ বছরের মতো। ভূ-পৃষ্ঠ থেকে ওপরে ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করত। ফলে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য অরবিটাল স্লট প্রয়োজন ছিল না। অন্যদিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ হয় ২০১৮ সালে। টিভি চ্যানেলগুলোর সেবা নিশ্চিত করাই এ স্যাটেলাইটের প্রধান কাজ। এর সাহায্যে চালু করা হয় ডিশ টিভির ডিরেক্ট টু হোম সার্ভিস-ডিটিএইচ। এটি তৈরিতে খরচ হয়েছে ২ হাজার ৭৬৫ কোটি টাকা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অপরাধ-দুর্নীতি ছিল দুর্নীতির ধরনের প্রকল্প বঙ্গবন্ধু বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ ছিল সরকারের বড় ধরনের স্বার্থবিরোধী দুর্নীতির প্রকল্প বড় সরকারের স্বার্থবিরোধী স্যাটেলাইট-২
    Related Posts
    ইয়াবা ব্যবসা

    নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা, নারীসহ গ্রেপ্তার ৪

    July 6, 2025
    বাংলাদেশি পাসপোর্টসহ ট্রাকচালক আটক

    ২০টি ভিসাযুক্ত বাংলাদেশি পাসপোর্টসহ ট্রাকচালক আটক

    July 4, 2025
    চোরাই স্বর্ণ

    চোরাই স্বর্ণের গহনা পড়ে টিকটকে স্ত্রীর অভিনয়ের সূত্র ধরে স্বামী গ্রেপ্তার

    July 3, 2025
    সর্বশেষ খবর
    বাংলাদেশ দল

    শ্রীলঙ্কার বিপক্ষে জিতে সুখবর পেল বাংলাদেশ দল

    পবিত্র আশুরায় ঢাকায় তাজিয়া মিছিল

    পবিত্র আশুরায় ঢাকায় তাজিয়া মিছিল শুরু

    কম খরচে বিদেশ ভ্রমণ

    শিক্ষার্থীদের জন্য সফলতার দোয়া: সাফল্যের চাবিকাঠি হাতে নিন!

    কম খরচে বিদেশ ভ্রমণ

    কম খরচে বিদেশ ভ্রমণ: স্বপ্নকে সত্যি করার সঠিক পথযাত্রা

    বিএনপিকে সংস্কারবিরোধী

    বিএনপিকে সংস্কারবিরোধী হিসেবে দেখানোর চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

    কারবালার শহীদদের স্মরণে মানিকগঞ্জে শোকসভা

    ইয়াবা ব্যবসা

    নৌকায় মাছ শিকারের আড়ালে ইয়াবা ব্যবসা, নারীসহ গ্রেপ্তার ৪

    হালাল রোজগারের উপায়

    হালাল রোজগারের উপায়: সহজ ও নিশ্চিত পদ্ধতিতে আর্থিক মুক্তির সন্ধান

    গরমে শরীর ঠান্ডা রাখার খাবার

    গরমে শরীর ঠান্ডা রাখার খাবার: প্রাকৃতিক শীতলতার সহজ সমাধান

    সফট স্কিল শেখার গুরুত্ব

    সফট স্কিল শেখার গুরুত্ব: ক্যারিয়ারের অদৃশ্য সিঁড়ি, যেখানে টেকনিক্যাল জ্ঞান থামে সেখানেই শুরু হয় আসল যাত্রা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.