জুমবাংলা ডেস্ক : বৈশাখের প্রচণ্ড দাবদাহের মধ্যে বৃষ্টির অপেক্ষায় পুরো দেশ। এরইমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নতুন একটি ঘূর্ণিঝড়। এটি প্রবল শক্তিতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। শুক্রবার (২৯ এপ্রিল) ভারতের আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
আগামী রবিবার (১ মে) থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে দেশটির আবহাওয়া অধিদফতর। এরই মধ্যে মে-র মাঝামাঝি বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়। যা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে মনে করছেন দেশটির আবহাওয়াবিদরা।
আবহবিদরা জানাচ্ছেন, উত্তর ভারত মহাসাগর বা দক্ষিণ আন্দামান সাগরে সৃষ্টি হবে ওই ঘূর্ণিঝড়। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা রয়েছে ২৮ –৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। যার ফলে ক্রমশ শক্তি বাড়াবে ঘূর্ণিঝড়টি। পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ মের পর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। যা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। প্রবল শক্তি নিয়ে সেই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে।
ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে গাঙ্গেয় বদ্বীপে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তেমনটা হলে উপকূলবর্তী জেলাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এরআগে আয়লা থেকে আমফান, আঘাত হেনেছিল এই মে মাসেই। যার পরিস্থিতি ভয়াবহ ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।