ভারত বঙ্গোপসাগরের প্রায় ৫০০ কিলোমিটার বিস্তৃত এলাকায় নোটাম (NOTAM) জারি করেছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, আগামী ১২ জানুয়ারি দিবাগত রাত ২টা থেকে ১৩ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত এই নোটাম কার্যকর থাকবে।

নোটাম বা নোটিস টু এয়ার মিশন হলো নির্দিষ্ট সময়ের জন্য কোনো এলাকায় বিমান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা। অর্থাৎ, ঘোষিত সময়ের মধ্যে ওই আকাশসীমা দিয়ে কোনো বেসামরিক বা বাণিজ্যিক বিমান চলাচল করতে পারবে না।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশাখাপত্তনম থেকে প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র এলাকায় এই নোটাম জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই সময়ে ভারতীয় নৌবাহিনী সেখানে মিসাইল পরীক্ষামূলক উৎক্ষেপণ চালাতে পারে।
এর আগে, গত ২৯ ডিসেম্বর ওড়িশার চাঁদিপুর থেকে বঙ্গোপসাগরে পিনাকা দূরপাল্লার মিসাইলের সফল পরীক্ষা চালায় ভারত। পাশাপাশি, এরও কয়েক দিন আগে অর্থাৎ ২৩ ডিসেম্বর সাবমেরিন থেকে ব্যালিস্টিক মিসাইলের সফল উৎক্ষেপণ করা হয়।
সূত্র জানায়, ওই দিন ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও কালাম-৪ সিরিজের পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি মিসাইলের পরীক্ষা চালায়। পরীক্ষিত মিসাইলটির পাল্লা প্রায় ৩,৫০০ কিলোমিটার বলে জানা গেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


