কৌশানীর সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন বনি

বিনোদন ডেস্ক : ওপার বাংলার আলোচিত জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। ব্যক্তিজীবনে চুটিয়ে প্রেম করছেন তারা, যা নিয়ে কোনো লুকোছাপাও নেই তাদের মধ্যে। এদিকে সম্প্রতি টলিপাড়ায় গুঞ্জন চাউর হয়ে যে, নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই প্রেমিক জুটি। এ গুঞ্জন যখন জোরালো হচ্ছে ঠিক তখন বিয়ে নিয়ে মুখ খুললেন বনি সেনগুপ্ত। ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে খোলাখুলি কথা বলেছেন অভিনেতা।

বনি সেনগুপ্ত বলেন, ‘২০২৪-এ বিয়ের কোনও প্ল্যানই নেই। তবে আমরা ২০২৫-এ বিয়ে করার একটা ভাবনাচিন্তা করছি। দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের উপরই ছেড়ে দিয়েছে। কাজের শিডিউল বুঝে প্ল্যানিংটা করতে হবে। সেই সময় বেশ কয়েকদিন ছুটি লাগবে।

আর ২০২৫-এর শেষে অর্থাৎ শীতে বিয়ে করার বিশেষ কারণটা হলো ভারী জামাকাপড় পরতে কোনও কষ্ট হবে না। বিয়ের পাকা কথা হতে দেরি আছে। আপাতত আমরা দু’জনে এটা প্ল্যানিং করেছি। আরও একটা ইচ্ছে রয়েছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের। আমরা দুজনেই এটা ভীষণ পছন্দ করি। তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

বনি-কৌশানীর সম্পর্কের বিষয়টি তাদের পরিবার শুরু থেকেই জানেন। তাদের ইচ্ছার সঙ্গে সহমত পোষণ করেছে দুই পরিবারই। ২০২১ সালে পূজার সময়ে মা হারান কৌশানী। তারপর থেকে কৌশানীকে আগলে রেখেছেন বনি।