বন্যার্তদের সহযোগিতায় ২৩ কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

Bonna

জুমবাংলা ডেস্ক : ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের সাহায্যে ২৩ কোটি টাকা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই টাকা অন্তুর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা হবে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের এক দিনের বেতন ১ কোটি টাকা রয়েছে। এছাড়া আর্থিকখাতের নিয়ন্ত্রক সংস্থাটি ‘জুলাই বিপ্লবে’ আহত ও নিহতদের পরিবারের সাহায্যে গঠিত ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে আরও পাঁচ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে এ অর্থ দেওয়া হবে।

Bonna

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মহুয়া মহসীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই দিন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে সাড়ে ৮ কোটির বেশি অনুদানের টাকা জমা হয়েছে। এই অনুদান গ্রহণ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।

এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে দেশে সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন এবং প্রায় চার শতাধিক মানুষ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আন্দোলনকে ঘিরে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের দায়-দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত হয়েছেন তাদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

মঞ্চে পোশাক খোলার পর যা ঘটেছিল, জানালেন টাইটানিক নায়িকা

উল্লেখ্য যে, বন্যায় দুর্গতদের সহায়তার জন্য গত ২৩ আগস্ট এই ত্রাণ তহবিল খোলা হয় যার হিসাবের নাম- প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়, হিসাব নম্বর- ০১০৭৩৩৩০০৪০৯৩।