জুমবাংলা ডেস্ক : বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ৫০ শতাংশ বোনাস প্রদানের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিলের সই করা একটি চিঠিতে ১৪ মে তারিখে এ সম্মতির বিষয়টি জানানো হয়। চিঠিটি পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের কাছে।
চিঠিতে বলা হয়, “মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২১ এপ্রিলের আধা-সরকারি পত্রের আলোকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতাদি বাবদ সহায়তা প্রদানের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেট থেকে ২২৯ কোটি টাকা পুনঃউপযোগনের জন্য নির্দেশক্রমে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।”
চিঠিতে আরও বলা হয়, এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত আর্থিক বিধি-বিধান ও নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে। এই অর্থ সংশ্লিষ্ট কোডে সমন্বয় করে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট কর্তৃত্বের অংশ হিসেবে বিবেচিত হবে।
বিদেশ ভ্রমণে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ
এর আগে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের মূল বেতনের ২৫ শতাংশ হারে বোনাস পেতেন, যেখানে কর্মচারীরা পেতেন ৫০ শতাংশ হারে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিক্ষক ও কর্মচারী উভয়েই মূল বেতনের ৫০ শতাংশ হারে বোনাস পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।