জুমবাংলা ডেস্ক : অপটিক্যাল ইল্যুশন অর্থাৎ চোখের ধাঁধার মতো ব্যায়াম কিছু খুঁজে পাওয়ার ক্ষমতা বাড়ায়। এতে মন ও চোখের ভালো ব্যায়াম হয়। এর পাশাপাশি এই ধরনের ব্যায়াম করলে সমাধান খোঁজার ক্ষমতাও বৃদ্ধি পায়।
যদিও এই বিষয়গুলি প্রত্যেককেই জানে কিন্তু বড় প্রশ্ন হল অপটিক্যাল ইল্যুশন বা ছবির ধাঁধা সমাধান করতে পছন্দ করেন কিনা। এই প্রতিবেদনেও আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে একটি নতুন ধরনের ছবির ধাঁধা।
ছবিটি একটি বিয়ের অনুষ্ঠানের। এতে বর পুরোহিতসহ অন্যান্যরা উপস্থিত রয়েছেন। এখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর কনের পড়ানো আংটিটি হারিয়েছে। সে তার পকেট চেক করছে কিন্তু তাতে কোন আংটি নেই।
এই কারণে বরকে খুবই চিন্তিত দেখাচ্ছে, অন্যদিকে কনে এবং অন্যান্য লোকেরাও বিচলিত। এটি একটি স্বস্তির বিষয়ে যে হারিয়ে যাওয়া আংটিটি কাছাকাছি কোথাও পড়ে আছে। কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। তবে আপনার চোখ যদি তীক্ষ্ণ হয় তাহলে অবশ্যই আংটিটি খুঁজে পেতে সক্ষম হবেন।
‘বিয়ে বলতে কী বোঝো’, ছাত্রের উত্তর দেখেতো অবাক স্বয়ং শিক্ষকই
বলা হচ্ছে শুধুমাত্র যাদের আইকিউ লেভেল ভালো তারাই এই ছবিটির ধাঁধা সমাধান করতে পারে। এইক্ষেত্রেও আইকিউ লেভেল চেক করার একটি ভালো উপায়। এই ছবিটির ধাঁধা সমাধান করতে যতটা সময় আপনি নিতে পারেন। যদি আপনি বরের আংটিতে খুজে না পান তাহলে চিন্তার কিছুই নেই। নিচে শেয়ার করা ছবিটির মধ্যে বৃত্তের ভিতর আংটি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।