আন্তর্জাতিক ডেস্ক : বরের জন্য অপেক্ষা করছিলেন কনে। আর বরযাত্রী আসতেই বিয়ের মণ্ডপে হবু স্বামীকে দেখার উত্তেজনা সামলাতে না পেরে এ কী করলেন কনে? মাথা থেকে পা পর্যন্ত রয়েছে কনের সাজ। খানিকক্ষণ বাদেই বসবেন বিয়ের পিড়িতে।
কিন্তু এতটুকু সময়ও কি আর হবু বরকে না দেখে থাকা যায়! রীতিমতো বরযাত্রীদের মাঝেই বরকে দেখার জন্য উতলা হয়ে ওঠেন কনে। উত্তেজনায় বারান্দা থেকে বরকে ডেকে উঠলেন আদরের ডাকনামেও। কনের সাজে এক তরুণীর সেই ভিডিয়োই সম্প্রতি নজর কেড়েছে নেটদুনিয়ার।
ইদানিং বিয়ের কত ধরনের ভিডিয়োই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়। কখনও বিয়ের মণ্ডপে কনের উদ্দাম নাচ, আবার কখনও কোলে তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে বরের কনেকে ফেলে দেওয়া। কোনও ভিডিয়ো দেখে যেন হাসি চেপে রাখা যায় না, আবার কিছু দৃশ্য যেন মন ভালো করে দেয়। আর তেমনই এক বিয়ের আগের মুহূর্তের এক মিষ্টি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে বিয়ের সাজে নতুন কনে তাঁর হবু বরের জন্য অপেক্ষায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই বরযাত্রী নিয়ে নাচ-গানের সঙ্গে বিয়েবাড়িতে প্রবেশ করেন বর। আর সেই বাজনা শুনে হবু বরকে দেখার জন্য বারান্দার ছুটে আসেন কনে।
দূর থেকে বরকে দেখতে পেয়ে নাম ধরে ডাকাডাকি শুরু করেন কনে। এমনকী তাঁর পাশে দুইজন বন্ধু দাঁড়িয়ে থাকলেও হবু বরকে আদরের ডাক নামেই ডেকে ফেলেন তিনি। বড়কে দেখা মাত্রই ‘চিনু-চিনু’ বলে ডাকতে শুরু করেন কনে। বরযাত্রীর তুমুল গান বাজনার মধ্যেই হবু স্ত্রীর ডাক কিন্তু পৌঁছে যায় বরের কানে। আর কনের দিকে তাকাতেই বারান্দায় দাঁড়িয়ে চুমু ছুঁড়ে দেয় কনে। একইসঙ্গে বরযাত্রীদের গানেই শুরু হয় দুজনের নাচও।
ইনস্টাগ্রামে বেশ কয়েকদিন আগে ভিডিয়োটি পোস্ট করা হয়। ভিডিয়োতে দেখা গিয়েছে, লাল ঘাগরা এবং ওড়নায় সেজে বারান্দার দিকে এগিয়ে যাচ্ছেন কনে। ব্যাকগ্রাউন্ডে কেউ একজন বলেছেন “বর এসেছে”। যা শুনে কনের চোখে মুখে হবু বরকে দেখার ব্যাকুলতা ভেসে ওঠে।
সবচেয়ে সাহসী দৃশ্যের ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না
ভিডিয়োটি সোশ্যাল ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। বেশিরভাগ নেটিজেনই বরের জন্য কনের অপেক্ষার সেই মিষ্টি মুহূর্ত বেশ উপভোগ করেছেন। যা দেখে অনেক নেটিজেনেরই মনে পড়ে গিয়েছেন নিজের বিয়ের সেই দিনের কথা। একইসঙ্গে হবু দম্পতিতে শুভেচ্ছা বার্তায়ও ভরিয়ে দিয়েছেন সকলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।