আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের রাতেই মৃত্যু হয়েছে নবদম্পতির। সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। ময়নাতদন্ত রিপোর্ট বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে। খবর ইন্ডিয়া ট্যুডের।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ মে) ভারতের উত্তরপ্রদেশের বাহরাইচ জেলায়। বরের নাম প্রতাপ যাদব (২২) ও কনে পুষ্পা (২০)।
পুলিশ সূত্র বলছে, বিয়ের অনুষ্ঠান শেষে নিজেদের ঘরে প্রবেশ করেন বর এবং বধূ। পরের দিন সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বাসর রাতে এমন ঘটনা ঘটায় সন্দেহ প্রকাশ করেন তাদের আত্মীয় স্বজনেরা। ডাকা হয় পুলিশ। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
জেলার এসপি প্রশান্ত বর্মা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ২ জনের। একই চিতায় বর-বধূকে দাহ করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন গ্রামের বহু মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।