জব ডেস্ক: অসামরিক পদে লোকবল নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২১ এপ্রিল দৈনিক কালের কণ্ঠের ৯ নম্বর পাতায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
৬ ধরনের পদে মোট ৫০ জন চাকরির সুযোগ পাবেন। সব জেলার পুরুষ-মহিলা (বিবাহিত/অবিবাহিত) উভয় প্রার্থীরাই এসব পদে আবেদনের সুযোগ পাবেন।
প্রার্থীদের আবেদন বা রেজিস্ট্রেশন করতে হবে ২১ থেকে ৩০ এপ্রিল ২০২২ তারিখের মধ্যে টেলিটক মোবাইল সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে। পদগুলো হলো- সুকানি (পুরুষ) ৮ জন (বেতন স্কেল ৮৫০০-২০৫৭০ টাকা), কার্পেন্টার (পুরুষ) ২ জন (৯৩০০-২২৪৯০), আয়া (মহিলা) ২ জন (৮২৫০-২০০১০), ওয়ার্ডবয় (পুরুষ) ১ জন (৮২৫০-২০০১০)), বাবুর্চি (পুরুষ) ৩০ জন (৮২৫০-২০০১০) ও পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ) ৭ জন (৮২৫০-২০০১০)।
সুকানি পদে এসএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অন্য পদগুলোতে জেএসসি/সমমান পাস হলেই আবেদন করা যাবে। কার্পেন্টার পদে পেশাগত কাজে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও বাকি সব পদে সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা হলেই চলবে।
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১ জুলাই ২০২২ তারিখে ১৮ থেকে ৩০ বছর (জন্ম তারিখ ২-৭-১৯৯২ থেকে ১-৭-২০০৪)। আর মুক্তিযোদ্ধার সন্তান/মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ৩২ বছর।
এসএমএসে আবেদনের সময় ট্রেড কোড, বোর্ড কোড, জেলা কোড ইত্যাদি ব্যবহার করতে হবে। এসব কোডের তালিকা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।