জুমবাংলা ডেস্ক : বরগুনার তালতলীতে প্রতি লাখ টাকার তরমুজ বিক্রিতে ১০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নলবুনিয়া এলাকার সোহরাব হোসেনের ছেলে জুবায়ের হোসেন, আব্দুর রব মুসুল্লির ছেলে এনামুল হক এবং মোস্তফা প্যাদার ছেলে মো. মাসুম।
ভুক্তভোগী তরমুজ চাষি সজিব মিয়া অভিযোগ করে জানান, তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা হলেও তালতলীর স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ৩২ একর (২০ কানি) জমি চুক্তিতে নিয়ে তরমুজ চাষ করেছেন। উৎপাদিত তরমুজ এক পাইকারের কাছে বিক্রির পর তা ট্রাকে তুলতে গেলে ২০-২৫ জন এসে বাধা দেন। তারা প্রতি লাখ টাকার তরমুজ বিক্রিতে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পাশাপাশি বিভিন্ন ধরনের হুমকি দেন।
ওই চাষি আরও জানান, তিনি স্থানীয় বাসিন্দা নন, তাই অভিযুক্ত কাউকে চেনেন না। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেন।
ফুলিয়ে ফাঁপিয়ে শুধু বিএনপির বিরুদ্ধে নিউজ করেন : মির্জা আব্বাস
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।