জুমবাংলা ডেস্ক : বরিশালের গৌরনদী উপজেলায় দুটি যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংক-লরির সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোরের বাইচখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, গৌরনদী ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক করেছেন।
গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার বিপুল হোসেন বলেন, ‘ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের সঙ্গে বিপরীতগামী এস.ই নামের বাসের সংঘর্ষ হয়। একই স্থানে বরিশাল থেকে ঢাকাগামী তেলবাহী ট্যাংক-লরি দুর্ঘটনাকবলিত বাস দুটিকে ধাক্কা দেয়। এতে তিন যানবাহনের চালক ও হেলপারসহ ২০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ১৩ জনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সাত জনকে গৌরনদী এবং উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে ৮ রানে হেরেছে শ্রীলঙ্কা!
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে এক ঘণ্টার মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় তিনটি যানবাহন জব্দ করা হয়। আহতদের মধ্যে একজনকে মৃত ভাবা হয়েছিল। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান জীবিত। এখনও হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।