বোরকা পরে হঠাৎ সিনেমা হলে মৌসুমী

মৌসুমী

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা মৌসুমী বোরকা পরে সিনেমা দেখতে গিয়েছেন সিনেমা হলে। সঙ্গে ছিলেন মেয়ে ফাইজা ও ছেলে ফারদিন এহসান। আর সেই ছবি গতকাল শুক্রবার ফেসবুকে প্রকাশ করেন স্বামী ওমর সানী। তবে ছবিতে দেখা যায়নি তাকে।

মৌসুমী

সানী জানান, কয়েকদিন আগেই আমার পরিবার ‘সুড়ঙ্গ’দেখেছে। তারপর গতকালই দেখলেন ‘প্রিয়তমা’,ব্যস্ততার কারণে আমি মিস করেছি। কিন্তু দেখব, তারপরে দেখবে?’

প্রকাশিত ছবিতে দেখা যায়, মৌসুমী ও একজন নারীকে ‘প্রিয়তমা’ সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে। মৌসুমীর পুরো শরীর কালো বোরকায় আবৃত, মুখও ঢেকে রেখেছেন তিনি। অন্য ছবিতে এক সারিতে বসে রয়েছেন মৌসুমী, মেহের আফরোজ শাওন ও ঈশিতা।

ঈশিতা অবশ্য ফেসবুকে বলেছেন, ‘প্রিয়তমা’ সিনেমাটি দেখে প্রত্যেকটি মুহূর্ত তিনি উপভোগ করেছেন।

দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুক, বাজারে কাঁপাতে আসছে বাজাজ ডিসকভার ১২৫ সিসি

উল্লেখ্য, চিত্রনায়িকা মৌসুমী তিন দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। তার অভিনীত বেশির ভাগ সিনেমাই ছিল ব্যবসা সফল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তবে ইদানিং খুব একটা অভিনয়ে দেখা যায় না প্রিয়দর্শিনী’খ্যাত এই অভিনেত্রীকে।