আবির হোসেন সজল : রংপুর অঞ্চলের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পুর্ব সারডুবী এলাকায় নতুন বিজিবি ক্যাম্প (বিওপি) উদ্বোধন করেন।

বুধবার (১৪ জানুয়ারি ) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন-৬১ বিজিবির আওতাধীন উপজেলার পুর্ব সারডুবী সীমান্ত এলাকায় নতুন এ বিওপি’র উদ্বোধন করেন উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
এ সময় তিনি বলেন,সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান রোধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে নতুন পুর্ব সারডুবি বিওপি( বিজিবি) ক্যাম্প অবদান রাখবে। অপরাধ দমনে আমাদের (বিজিবির) সক্ষমতা বৃদ্ধি পাবে। অনেক সময় বিভিন্ন ধরনের ভুল তথ্য বা গুজব ছড়ানো হয়। এ ধরনের মিস-ইনফরমেশন পেলে তাৎক্ষণিকভাবে আমাদের (বিজিবি) জানাবেন, আমরা তা খতিয়ে দেখব। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।’
এ-সময় উপস্থিত ছিলেন কর্নেল এস এম শফিকুর রহমান, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম ও লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম।
এ-সময় সীমান্ত নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যেবর্তি দুরুত্ব বেশি হওয়ায় সীমান্ত সুরক্ষার জন্য এই নতুন বিওপিটি করা হয়।
তিনি আরো বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোন বিষয়ে সতর্কাবস্থায় থেকে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মুল অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথির উপস্থিতিতে ৬১ বিজিবির পক্ষ থেকে গার্ডঅব অনার এর মাধ্যমে সম্মাননা জানানো হয়।
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৬%, পূর্বাভাস বিশ্বব্যাংকের
পরে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান প্রদর্শন করা হয়েছে। এ-সময় প্রধান অতিথি হিসেবে ফলজ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।সব শেষে নতুন বিওপিটি পরিদর্শন করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


