বিনোদন ডেস্ক : দীর্ঘ একটা দশক পর ফিরছেন তিনি। সেই পুরনো মঞ্চে আবারো, পুরনো সাজে, পুরনো আসনে। কথা হছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে। বাংলা টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় শো, ডান্স বাংলা ডান্সে (Dance Bangla Dance) পুনরায় বিরাজমান হচ্ছেন মহাগুরু। পুনরায় মহাগুরুর আসনে দেখা যাবে তাকে।
একটা সময় ছিল যখন বলিউড, টলিউড সমস্ত জায়গায় ছেয়ে ছিলেন তিনি। বাপি লাহিড়ীর গান আর তার ছবি, এই দুই কম্বোতে বুঁদ হয়েছিল গোটা দেশ। আর আজ ৭১ বছর বয়সেও সমান জনপ্রিয় হয়ে রয়েছেন তিনি।
রিয়েলিটি শোয়ের মঞ্চে আবারো ফিরছেন ডিস্কো কিং। জি বাংলার তরফে সেই শোএর একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, ‘মিঠুন চক্রবর্তী থেকে মহাগুরু তোমরাই তো বানিয়েছ।’ আর এই পোস্ট করার পর থেকেই বাজিমাত, রীতিমত ভাইরাল হয়েছেন তিনি।
দীর্ঘ ১০ বছর পর ফিরছেন নিজের ঘরে। ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন প্রোমো ভিডিও শুধুই মিঠুনময়। আর কমেন্ট সেকশনও ভরে গিয়েছে তার প্রশংসায়। প্রোমো ভিডিও থেকে বোঝা যাচ্ছে যে, শীঘ্রই নতুন সিজন আসতে চলেছে। যদিও চ্যানেল আই নিয়ে কিছু জানায়নি এখনো।
এবার মিঠুন চক্রবর্তীর ক্রেজের কথা বললে সেটা কমেন্ট সেকশনের দিকে তাকালেই বোঝা যায়। একজন লিখলেন, ‘একদম মিঠুনদা ছাড়া ডান্স বাংলা ডান্স মানায় না।’ তো আরেকজনের বক্তব্য, ‘মিঠুন স্যার, ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। অবশ্যই দেখবো ডান্স বাংলা ডান্স।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।