বড় ধরনের তথ্য চুরির তদন্তে কোকাকোলা

কোকাকোলা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বড় ধরনের তথ্য চুরির ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্বের অন্যতম কার্বোনেটেড সফট ড্রিংকস উৎপাদনকারী প্রতিষ্ঠান কোকা-কোলা। সম্প্রতি রাশিয়ার এক হ্যাকার প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তথ্য বিক্রি শুরু করলে বিষয়টি প্রতিষ্ঠানটির নজরে আসে। খবর টেকরাডার।

কোকাকোলা

দ্য রেজিস্টার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্টর্মার্স নামের নতুন একজন হ্যাকার ডার্কওয়েবে কোকা-কোলার ১৬১ গিগাবাইট তথ্য সর্বোচ্চ অর্থদাতার কাছে বিক্রির জন্য লিপিবদ্ধ করে। দলটির দাবি তারা কোকা-কোলার কিছু সার্ভার থেকে এসব তথ্য সংগ্রহ করেছে। এক বিবৃতিতে কোকা-কোলা জানায়, তথ্য চুরি ও বিক্রির বিষয়ে আমরা জানতে পেরেছি। পাশাপাশি হ্যাকারদের দাবির বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বর্তমানে হ্যাকাররা বিদ্যমান তথ্যগুলোর মূল্য ৬৪ হাজার ডলার নির্ধারণ করেছে। তবে ক্রেতারা কী পরিমাণ তথ্য কিনবেন, সেটির ওপর পরবর্তী স্তরের মূল্য নির্ধারণ হবে। ২০২২ সালের শুরুতে স্টর্মার্স নামটি প্রকাশ্যে আসতে থাকে। এরপর গত মার্চে এপিক গেমসে হামলার সঙ্গে গ্রুপটির সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে। সে সময় হ্যাকার গ্রুপটি এপিকের অভ্যন্তরীণ নেটওয়ার্কে প্রবেশ করে ২০০ গিগাবাইটের বেশি তথ্য হাতিয়ে নেয়।

তথ্য চুরির পর হ্যাকার গ্রুপটি ব্যবহারকারীদের পরিবর্তে এপিক গেমসের কর্মীদের তথ্য ফাঁসের কথা জানিয়েছিল। যেহেতু এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের অনুমান পুরো ঘটনাই প্রতারণা ছিল।

ইনস্টাগ্রাম প্রোফাইলের পিন পোস্টের পরীক্ষা চালাচ্ছে

ইউক্রেনে স্পেশাল অপারেশন নামে রাশিয়ার সামরিক আগ্রাসনকে সমর্থন দিয়েছে হ্যাকার গ্রুপটি। টেলিগ্রামে দেয়া এক বার্তায় গ্রুপটি জানায়, যারা রাশিয়া সরকার, প্রতিষ্ঠান ও অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, তাদের কাউকে ছাড় দেবে না গ্রুপটি।