জুমবাংলা ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এই বৃষ্টির মধ্যেও তাপমাত্রা বাড়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি জানিয়েছে, চলমান তাপপ্রবাহ আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (৬ মে) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন এলাকায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সাময়িক বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়া অফিস ধারণা করছে, তাপমাত্রা আরও বাড়তে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং এর পরের ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহের শেষ দিকে বজ্রসহ বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।
তবে আজ মঙ্গলবার রংপুর ও রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমলেও দেশের অন্যত্র তা সামান্য বাড়তে পারে। রাতে সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি আগামীকাল বুধবার থেকে রোববার (১১ মে) সকাল পর্যন্ত সারা দেশে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা থাকবে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাত উভয় সময়ের তাপমাত্রা আরও বাড়তে পারে।
এছাড়া আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারা দেশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং পরবর্তী ৪৮ ঘণ্টা এ অবস্থা অব্যাহত থাকতে পারে।
এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী সোমবার (৫ মে) দেশের সর্বোচ্চ ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।