স্পোর্টস ডেস্ক : একমাস আগেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বিপদেই পড়ে গেল টিম ইন্ডিয়া। হারিয়েছে সিংহাসন, শঙ্কা জেগেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা নিয়েও।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। ২৪ বছর পর নিজেদের দুর্গে এমন হারের স্বাদ পেয়েছে রোহিতের দল। উড়তে থাকা রোহিতরা পয়েন্ট টেবিলের দুইয়ে নেমে গেছেন। শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া।
শীর্ষের অস্ট্রেলিয়া ১২ টেস্টের মধ্যে ৮টি জিতেছে, ৩টি হেরেছে ও একটি ড্র করেছে। পয়েন্ট ৯০। পয়েন্টের শতাংশ ৬২.৫০।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ১১ টেস্টের মধ্যে ৮টি জিতেছিল ভারত। কিন্তু এই সিরিজের পর হিসাব, ১৪ টেস্টের মধ্যে জিতেছে ৮টি, হেরেছে ৫টি ও একটি ড্র করেছে। পয়েন্ট ৯৮। রোহিতদের পয়েন্টের শতাংশ ৫৮.৩৩, যা অজিদের চেয়ে কম।
ঘরের মাঠে এভাবে সিরিজ হারলেও এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ অবশ্য শেষ হয়ে যায়নি ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ জিততে হবে। সেই সিরিজ হারলে তাকিয়ে থাকতে হবে অন্যদের দিকে।
ভারতকে হোয়াইটওয়াশ করে টেবিলের চারে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড। পয়েন্টের শতাংশ ৫৪.৫৫। ৫৫.৫৬ শতাংশ নিয়ে তিনে আছে শ্রীলঙ্কা। পয়েন্টের ২৭.৫০ শতাংশ নিয়ে টেবিলে নয় দলের মধ্যে আটে আছে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।