বড় পরিবর্তন আসছে ইনস্টাগ্রামে

ইনস্টাগ্রামে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টপ ও রিলস ট্যাবে সাম্প্রতিক ও সময়োপযোগী কনটেন্ট প্রদর্শনে রিসেন্ট ট্যাব সরানোর উদ্যোগ নিয়েছে মেটা মালিকানাধীন ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। খবর ইটিটেলিকম।

ইনস্টাগ্রামে

টেকক্রাঞ্চের তথ্যানুযায়ী এক টুইটে ইনস্টাগ্রাম জানায়, ছোট পরীক্ষার অংশ হিসেবে প্লাটফর্মটি হ্যাশট্যাগ পেজ থেকে রিসেন্ট ট্যাব সরিয়ে দিচ্ছে। বিবৃতিতে প্লাটফর্মটি জানায়, ছোট গ্রুপের কাছে হ্যাশট্যাগের টপ ও রিলসে সাম্প্রতিক ও সময়োপযোগী কনটেন্ট প্রদর্শনের পরীক্ষার জন্য রিসেন্ট ট্যাব সরিয়ে দেয়া হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা আসলেই হ্যাশট্যাগে কনটেন্ট দেখতে পারছেন কিনা তা যাচাই করা হবে।

বর্তমানে ব্যবহারকারীরা কোনো হ্যাশট্যাগ নির্বাচন করলে তাদের এমন একটি পেজে নিয়ে যাওয়া হয়, যেখানে টপ, রিসেন্ট ও রিলস ক্যাটাগরিতে সাম্প্রতিক কনটেন্টগুলো দেখানো হয়। প্রতিবেদনে বলা হয়, এ পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা শুধু টপ ও রিলস ট্যাব দেখতে পাবেন।

বিয়ের আগেই রোমান্স, আথিয়ার জন্যই ফ্ল্যাট ভাড়া নিলেন কে এল রাহুল!

টপ, রিসেন্ট ও হ্যাশট্যাগ বাটনের পাশাপাশি মেসেজের মাধ্যমে পেজ শেয়ারের সুবিধার্থে ব্যবহারকারীদের জন্য স্প্রেড দ্য ওয়ার্ড বাটনও রয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, এ ফিচারের মাধ্যমে নির্ধারিত কোনো বিষয়ে ফান্ড তৈরি করতে চাইলে সেটি করা যাবে। এজন্য ক্রিয়েট ফান্ডরেইজার নির্বাচন করতে হবে।