স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই আইসিসি থেকে সুখবর পেয়েছেন সাকিব আল হাসান। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করার সুবাদে সাকিব আরও একবার উঠে এসেছেন আইসিসি বোলার র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে।
বুধবার (৬ সেপ্টেম্বর) নতুন হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে ৬২৪ পয়েন্ট নিয়ে দশ নম্বরে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে দশে উঠেছেন তিনি। সাকিবের মতো সুখবর পেয়েছেন আরেক টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। বোলার র্যাঙ্কিংয়ে একধাপ উপরে উঠে বর্তমানে ২৯ নম্বরে অবস্থান করছেন তিনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে দশ নম্বর স্থানে থাকা সাকিব অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন। ৩৭২ পয়েন্ট নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছেন তিনি, যেখানে ৩০২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
বিয়ের আগে সঙ্গীকে অবশ্যই ৬টি প্রশ্ন করবেন, ৫ নম্বরটি গুরুত্বপূর্ণ
নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্যাটার এবং বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অন্যদিকে, বোলার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।