আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আরবুটুস লেকে গত বৃহস্পতিবার বরফ গলে ভেতরে পড়ে যান ৬৫ বছর বয়সী এক ব্যক্তি। তবে তার মাথা থেকে কাঁধ পর্যন্ত বরফের ওপরই ছিল। ট্রার্ভার্স সিটির ওই ব্যক্তি বরফে আটকা পড়ে ৯১১ নম্বরে ফোন করে পুলিশের কাছে সাহায্য চান। মিশিগান স্টেট পুলিশ মোটর ক্যারিয়ার কর্মকর্তা ক্যামেরন বেনেটের গায়ে লাগানো ক্যামেরায় এই উদ্ধার অভিযান ধারণ করা হয়।
সেখানে দেখা যায়, ওই ব্যক্তিকে উদ্ধারে অন্যতম ভূমিকা রেখেছে তার পোষা কুকুর রুবি।
দেখা যায়, লেকের বরফে আটকে থাকা ওই ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছে একটি কুকুর। ক্যামেরন ওই ব্যক্তির দিকে একটি দড়ি ছুড়ে মারার চেষ্টা করলেও দড়িটি ওই ব্যক্তির কাছে যাচ্ছিল না। তখন ক্যামেরন ওই ব্যক্তিকে তার কুকুরটিকে তার কাছে পাঠাতে বলেন। ওই ব্যক্তি তাকে জানান, তার কুকুরের নাম রুবি।
এরপর ক্যামেরনের চিৎকারে রুবি তার কাছে দৌড়ে এলে ক্যামেরন রুবির গলায় উদ্ধারের ডিস্ক বেঁধে দেন আর ডিস্কে লাগানো দড়ির নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন। এরপর পুলিশ কর্মকর্তা ক্যামেরন ওই ব্যক্তিকে রুবির কাছ থেকে ডিস্কটি নিতে এবং তার পা ছুড়তে বলেন। এভাবে পা ছুড়তে ছুড়তে লোকটি একপর্যায়ে বরফের ওপরে উঠে আসেন।
এরপর তাকে বলা হয় ডিস্কটি ধরে রাখতে। এরপর ওই ব্যক্তিকে দড়ি ধরে টেনে বরফের ওপর দিয়ে লেকের প্রান্তে নিয়ে আসার পর ক্যামেরন ও স্থানীয় ফায়ার ফাইটাররা তাকে উদ্ধার করেন। এই পুরো সময় দড়িটা ধরে রেখেছিল রুবিও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।