আন্তর্জাতিক ডেস্ক : সহযাত্রীর ‘সরে বসবেন’ মন্তব্য শুনেই যেন তেলেবেগুনে জ্বলে ওঠেন শাড়ি পরা মহিলা। পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘কেন সরব? অন্য কোথাও গিয়ে বসুন!’
মোটামুটি ফাঁকা মেট্রো। ফুটবোর্ডেও খুব বেশি যাত্রী নেই। কামরার মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে কয়েক জন বসে। ট্রেনে উঠেই মহিলাদের জন্য নির্দিষ্ট বসার আসনের দিকে এগিয়ে গেলেন এক মহিলা। তখন সেই আসনে একটু ফাঁকা ফাঁকা করেই বসেছিলেন চার জন। দুই মহিলা যাত্রী আবার পাশে ব্যাগও রেখেছিলেন।
অফিসের ব্যস্ততা। ফলে ট্রেনে উঠে সকলেই একটু বসার জায়গার খোঁজ করেন। নেহাত না পেলে দাঁড়িয়েই যান। কেউ কেউ আবার বসার জন্য বলেন, ‘দাদা, একটু চেপে বসবেন!’ আসনে বসা যাত্রীদের যদি মনে হয় ওই ব্যক্তিকে জায়গা দেবেন, তা হলে একটু একটু করে চেপে বসে জায়গা করে দেন। অনেক সময় তা-ও হয় না। তখনই সূত্রপাত হয় বচসার।
এই মহিলাও মেট্রোও উঠে ফাঁকা জায়গা দেখেছিলেন। অন্তত তাঁর বসার মতো জায়গা ছিল। আর তা দেখেই এগিয়ে যান আসনের দিকে। শাড়ি পরা মহিলাকে উদ্দেশ করে তিনি বলেন, “ব্যাগটা কোলে নিয়ে একটু সরে বসবেন?”
মহিলার ‘সরে বসবেন’ মন্তব্য শুনেই যেন তেলেবেগুনে জ্বলে ওঠেন শাড়ি পরা মহিলা। পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘কেন সরব? অন্য কোথাও গিয়ে বসুন!’
মহিলা পাল্টা বলেন, “আপনার এখানে জায়গা রয়েছে, তা-ও কেন বসতে দিচ্ছেন না?” এ বারও উত্তর এল, “না, এখানে কোনও জায়গা নেই।” ব্যস, শুরু হল তর্কাতর্কি। তত ক্ষণে বাঁ দিকে বসা অন্য এক মহিলা যাত্রী শাড়ি পরা মহিলাকে বলেন, “আপনার সরতে আপত্তি কোথায়?”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।