বসনিয়ার সাথে ৭-০ গোলে জিতে গ্রুপ সেরা হলো জার্মানি

germeny

খেলাধুলা ডেস্ক : ম্যাচের ৭৯ সেকেন্ডেই বসনিয়ার জালে বল জড়াল। সেই যে শুরু হলো, এরপর আক্রমণের ঢেউ উঠল। গোলও হলো মুড়ি-মুড়কির মতো। একপেশে লড়াইয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে নেশন্স লিগের গ্রুপ চ্যাম্পিয়ন হলো ইউলিয়ান নাগেলসমানের দল।

germeny

নকআউট পর্বের টিকেট আগেই নিশ্চিত করেছে জার্মানি। ফ্রেইবুর্কে শনিবার রাতে ৭-০ গোলে জিতে গ্রুপ সেরা হলো তারা।
এই গোল উৎসবে দুবার করে জালে বল পাঠিয়েছেন টিম ক্লাইনডিন্সট ও ফ্লোরিয়ান ভিরৎজ। তাদের অন্য তিন গোলদাতা জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।

পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট জার্মানির। দিনের আরেক ম্যাচে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে নেদারল্যান্ডস, তাদের পয়েন্ট ৮।

৫ পয়েন্ট নিয়ে তিনে হাঙ্গেরি। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া বসনিয়া ১ পয়েন্ট নিয়ে তলানিতে।