বিনোদন ডেস্ক : ছোটবেলা থেকে নায়িকা হওয়ার স্বপ্ন বুকে নিয়ে বর্ধমান থেকে স্বপ্নের শহর কলকাতায় পা রেখেছিলেন তিনি। ‘পিতৃভূমি’ ছবি থেকেই শুরু টলি পাড়ায় যাতায়াত। সময়ে সময়ে ‘হার্টথ্রব’ থেকে হয়ে উঠেছেন সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া বাংলা অভিনেত্রী। কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
বর্তমানে তিনি টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী। কমার্শিয়াল ছবির নায়িকা থেকে তিনি এখন ‘পরিণীতা’। একের পর এক ছবিতে মনকাড়া অভিনয় জয় করেছে দর্শকদের মন। শুধু অভিনয় নয়, স্বামী ছেলেকে নিয়ে চুটিয়ে সংসারও করেছেন অভিনেত্রী। রাজ-শুভশ্রীর দাম্পত্য ইতিমধ্যে বহুল প্রচারিত। তবে এবার নতুন এক অধ্যায় শুরু করতে চলেছেন শুভশ্রী।
অভিনয়ে সাফল্যের পর এবার প্রযোজনার কাজে পদার্পন করতে চলেছেন রাজ-ঘরণী। জানা গেছে, রাজ চক্রবর্তী পরিচালিত আসন্ন ‘প্রলয়-২’ সিক্যুয়েলে এবার প্রযোজনার ভার সামলাবেন শুভশ্রী। ২০১৩ সালে রাজ চক্রবর্তীর নিজের লেখা গল্পে তৈরি ‘প্রলয়’ ছবিটি ব্যাপক সাফল্য পেয়েছিল তৎকালীন বক্স-অফিস ও সমালোচকদের মধ্যে। তাই এবার সিক্যুয়েল তৈরির পথে হাঁটছেন পরিচালক রাজ। তবে এবার পূর্ণাঙ্গ ছবি হিসেবে বড় পর্দায় নয়, ওয়েব সিরিজ হিসেবে ওটিটি প্ল্যাটফর্মে আসবে ‘প্রলয়-২’। আর তারই প্রয়োজনার ভার তুলে স্ত্রী শুভশ্রীর কাঁধে তুলে দিয়েছেন রাজ চক্রবর্তী।
প্রসঙ্গত, যুব নেতা বরুণ বিশ্বাসের জীবনের লড়াই নিয়েই তৈরি হয়েছিল ‘প্রলয়’ ছবিটি। সেই ছবির লিড রোলে অভিনয় করেছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীরা। তবে এবার কাস্টিংয়ে একমাত্র ‘কন্টিনিউ’ করছেন শাশ্বত চট্টোপাধ্যায়।
এছাড়াও দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়া, গৌরব চক্রবর্তী ও দেবাশীষ মন্ডলদের। জানা গেছে, ‘প্রলয়’-এর সিক্যুয়েলের গল্প হতে চলেছে সুন্দরবন কেন্দ্রিক। গল্পে নারী পাচার থেকে নানা দুর্নীতি ও রাজনৈতিক প্রেক্ষাপট থাকবে বলে জানা গেছে।
প্রসঙ্গত, পরিচালনা থেকে প্রযোজনায় রাজ চক্রবর্তী পা রেখেছেন কয়েকবছর আগেই। এবার তারই প্রযোজনা সংস্থার দায়ভার সামলাবেন তার গৃহকর্ত্রী শুভশ্রী। ‘প্রলয়’-এর সিক্যুয়েল থেকেই নতুন এই ইনিংসের শুভারম্ভ করবেন রাজ-ঘরণী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।