জুমবাংলা ডেস্ক: আগামী ৪ জুন থেকে সারা দেশে কভিড-১৯ টিকার বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন করা হবে। চলবে ১০ জুন পর্যন্ত। এ সময়ে ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিক তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। স্বাস্থ্য অধিদফতরের ফেসবুক পেইজ থেকে এ তথ্য জানা গিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, আগামী ৪ জুন থেকে কভিড টিকার বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন করা হবে। ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিক এ ক্যাম্পেইনের আওতায় তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ টিকা গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেয়া যাবে। নির্ধারিত সময়ে যে কোন দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ নেয়া যাবে। প্রতিদিন সকাল ৯টা থেকে টিকা দেয়া শুরু হবে।
সংস্থাটি আরো জানায়, টিকা গ্রহণের জন্য টিকা কার্ডটি অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। এ সময়ে বুস্টার ডোজের পাশাপাশি কভিড টিকাদানের স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে বলে জানায় অধিদফতর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।