দুই জায়েদ খানই এখন মুম্বাইয়ে

বিনোদন ডেস্ক : দুই জায়েদ খানই এখন মুম্বাইয়ে। শুনে কি অবাক লাগছে? একটু সহজ করে দিলেই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। আপনারা নিশ্চই জানেন বলিউড অভিনেতা জায়েদ খানের কথা।

‘ম্যায় হুঁ না’ দিয়ে আলোচনায় আসা জায়েদ খানকে না চেনার কোনো কারণই নেই। ‘ম্যায় হুঁ না’ সিনেমায় বলিউড বাদশাহ শাহরুখ খানের ভাই ‘লক্ষণ প্রসাদ’ ওরফে ‘লাকি’ চরিত্রে অভিনয় করেছিলেন।

তবে ঢাকাই চলচ্চিত্রের জায়েদ খানের কথা এতো বেশি চর্চা হয় যে বলিউডের জায়েদ খানের কথা এদেশের মানুষের এখন আর মনেই পড়ে না।

অনেক বছর ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন জায়েদ খান। সবশেষ ২০১৫ সালে দেখা গিয়েছিল তাকে। ‘শরাফত গ্যায়ি তেল লেনে’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর আর দেখা যায়নি। তবে ২০১৭ সালে একটি টেলিভিশন শো-তে অভিনয় করেছিলেন এ তারকা। সম্প্রতি আলোচনায় এসেছেন এই জায়েদ খান।

দীর্ঘদিনের সেই বিরতি কাটিয়ে এবার পর্দায় ফিরছেন জায়েদ। শিগগিরই বাবা সঞ্জয় খানের একটি সিনেমায় স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তিনি।

দীর্ঘ পাঁচ বছর পর পর্দায় ফেরার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন জায়েদ। সম্প্রতি বলিউড হাঙ্গামার বরাত হিন্দুস্তান টাইমস জানিয়েছে—জায়েদ এক সাক্ষাৎকারে বলেন, আজ থেকে দেড় বছর আগে নিজ জীবনে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ভুলেই গিয়েছিলাম আমিও একজন তারকা। এ কারণে নিজের যত্ন নেয়া ছেড়েই দিয়েছিলাম। জায়েদ খান যে মুম্বাইয়ে বসবাস করেন এ কথা তো আর কারো অজানা নয়।

এদিকে নানা কারণে ঢাকাই চলচ্চিত্রের জায়েদ খান আলোচনা সমালোচনার কবলে থাকেন। সম্প্রতি মুম্বাই গিয়ে নানা প্রশ্নের উদ্রেক ঘটিয়েছেন ঢাকাই ছবির এই অভিনেতা। এর আগেও দেশটির ফিল্মি শহরে গিয়ে অনেকদিন থেকে এসেছেন। দুদিন আগে ফের উড়াল দিয়েছেন মহারাষ্ট্রের ওই শহরে।

কেন মুম্বাই গিয়েছেন? এ প্রশ্নের জবাব দিতে রাজি নন। তবে বললেন, ‘সময় হলেই সব বলবো?’ আপাতত জায়েদ খানের শহরে ঢাকাই সিনেমার জায়েদ খান চষে বেড়াচ্ছেন, এটাই খবর।

সালমান ভক্তদের জন্য দু:সংবাদ, অভিনয়কে বিদায় জানাচ্ছেন ভাইজান!