বোতল দিয়ে তৈরি করুন মুরগির বাচ্চার খাবারের অসাধারণ এই পট

মুরগির-বাচ্চার-খাবারের

লাইফস্টাইল ডেস্ক : প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনকে দিন দিন অনেক সহজ করে দিচ্ছে। প্রযুক্তির ছোঁয়ায় পৃথিবী দিন দিন বদলে যাচ্ছে। যে দেশ প্রযুক্তির দিক দিয়ে যত উন্নত সে দেশ তত বেশি উন্নত। বর্তমানে আমাদের জীবন প্রযুক্তির জালে আবদ্ধ। আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কাজকে সহজ করে তুলতে প্রযুক্তির ব্যবহার অনস্বীকার্য। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে কোন দেশের আভ্যন্তরীণ উন্নয়ন করা সম্ভব।

মুরগির-বাচ্চার-খাবারের

আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে কিভাবে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করা যায় মুরগির বাচ্চার খাবারের পাত্র। বর্তমানে ইউটিউবে এরকম হাজারো ভিডিও পাওয়া যাবে সেগুলোতে দেখানো হয় দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন পণ্যসামগ্রীর যা যা আপনার বাড়িতে বসেই খুব সহজে এবং অল্প খরচে তৈরি করা যায়। ঠিক তেমনি করে এই ভিডিওটিতে দেখানো হয়েছে কিভাবে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দ্বারা মুরগির খাবার এবং পানির পাত্র তৈরি করা যায়।

প্রয়োজনীয় উপকরণ:, প্লাস্টিকের বোতল, জি আই তার, বালু, সিমেন্ট, পরিত্যক্ত সিরিঞ্জ। কার্যপ্রণালী: প্রথমে দুটি প্লাস্টিকের বোতল কে মাঝখান থেকে কেটে নিতে হবে। এবং তার নীচের অংশে সমান দূরত্ব বজায় রেখে চারটি ছিদ্র করতে হবে। এবং দুটি জি আই তার কেটে নিয়ে ওই বোতলের ছিদ্র গুলির মধ্যে আটকে দিতে হবে। এবং নিচের দিক দিয়ে 1 ইঞ্চি পরিমাণ সিমেন্ট এবং বালুর মিশ্রণ দিয়ে ভরাট করে নিতে হবে।

বোতলটির তলানি তৈরি করা এবং ওজন বৃদ্ধির জন্যই সিমেন্ট বালির মিশ্রণ দিয়ে ভরাট করে নেওয়া হয়। তারপর বোতল গুলোতে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অন্তর অন্তর চারটি বড় বড় ছিদ্র করতে হবে। এই ছিদ্র গুলো মুরগির বাচ্চা গুলো খাবার এবং পানি পান করার জন্য তৈরি করা হয়েছে। ছিদ্রগুলো সমান করে দিতে শিরিষ কাগজ দিয়ে ঘষে নিলে ভালো হয়। অন্যথায় ছিদ্রগুলো ধারালো হতে পারে।

তারপর দুটি ১ লিটার পরিমাণের প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে হবে। এবং দুটি পরিত্যক্ত ইনজেকশনের সিরিঞ্জ সংগ্রহ করতে হবে। সিরিঞ্জ দুটির উপর এবং নিচের অংশ হতে সামান্য কিছু অংশ কেটে নিতে হবে। এবং তা বোতল গুলোর মুখে ভালো করে আটকে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সিরিঞ্জ এবং বোতলের মুখ গুলোর মধ্যে কোন প্রকার ছিল না থাকে। যদি ছিদ্র থাকে তা টেপ দিয়ে বন্ধ করে দিতে হবে। কেননা ছিদ্র থাকলে তা দিয়ে পানি বাহিরে পড়ে যেতে পারে।

এবার বোতল গুলোর মধ্যে খাবার এবং পানি ভর্তি করে ছোট বোতল গুলোর মুখের মধ্যে আটকে দিতে হবে। এভাবেই আপনি তৈরি করে নিতে পারেন মুরগির বাচ্চার খাবার এবং পানির পাত্র। এ পদ্ধতিতে পাত্র গুলো তৈরি করার বাড়তি কিছু সুবিধা রয়েছে। যেমন বাড়তি কোন সরঞ্জাম এর প্রয়োজন হয় না। পাত্রটি তৈরি করতে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল এবং সিরিঞ্জ ব্যবহার করা হয়েছে। যা পরিবেশের জন্য ক্ষতিকারক।

SUPER Fikir | 2.5 Litre Coca Cola Şişesinden Civciv Suluk ve Yemlik Yapımı

তাই পরিবেশের ক্ষতি এড়াতে পরিবেশের ক্ষতিকারক পদার্থ গুলো পরিবেশে না ফেলে এভাবে বিভিন্ন কাজে লাগালে পরিবেশ ক্ষতির হাত থেকে রক্ষা পায়। বর্তমানে ইউটিউবে এরকম পরিত্যক্ত জিনিস ধরা বিভিন্ন প্রকার প্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করার কৌশল এর ভিডিও সচরাচর পাওয়া যায়। যার মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র ঘরে বসেই তৈরি করতে পারি। এতে আমাদের পরিবেশ রক্ষায় এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারি। উক্ত পদ্ধতিতে সুন্দরভাবে মুরগির বাচ্চার খাবারের পাত্র তৈরি করতে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো।