আন্তর্জাতিক ডেস্ক : মোদীকে তামিলনাডুতে সমুদ্রসৈকত পরিষ্কার করতে দেখা গিয়েছিল ২০১৯ সালে। রবিবার অবশ্য অল্প কিছু আবর্জনাই কুড়িয়েছেন প্রধানমন্ত্রী।
রবিবার সরকারি অনুষ্ঠানে দিল্লির প্রগতি ময়দানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়েই রাস্তা থেকে আবর্জনা কুড়োতে দেখা যায় তাঁকে। স্বচ্ছ ভারত প্রকল্পের কর্মসূচি নয়, রবিবার ট্রানজিট করিডরের সুড়ঙ্গ উদ্বোধনের অনুষ্ঠান ছিল। তার আগেই ওই এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। তখনই হঠাৎ নিচু হয়ে রাস্তা থেকে আবর্জনা কুড়োতে দেখা যায় তাঁকে। প্লাস্টিকের একটি বোতলও কুড়িয়ে কাছেই থাকা আবর্জনা ফেলার পাত্রে ফেলেন তিনি।
মোদীর সেই আবর্জনা কুড়ানোর ভিডিও নিয়ে প্রচারেও নেমেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক অমিত মালবীয়র দাবি, প্রধানমন্ত্রী নজির তৈরি করেছেন।
মোদীর এই ভিডিও মনে পড়াচ্ছে ২০১৯ সালের স্মৃতি। সেই বছর ১২ অক্টোবর ভারত সফরে থাকা চিনা প্রেসিডেন্ট শি চিনফিংয়ের সঙ্গে চেন্নাইয়ে বৈঠক ছিল মোদীর। চেন্নাই রওনা হওয়ার আগে তামিলনাড়ুর মমল্লপুরমের সমুদ্রসৈকত সাফ করেন মোদী। আধ ঘণ্টা ধরে প্লাস্টিক-সহ নানা রকমের বর্জ্য পদার্থ কুড়িয়ে চেন্নাই থেকে ৫০ কিলোমিটার দূরের ওই সমুদ্রসৈকত পরিষ্কার করে দেন তিনি। সেই ভিডিও নিজেও টুইট করেছিলেন প্রধানমন্ত্রী।
সে বার মমল্লপুরমের তাজ ফিশারম্যানস কোভ রিসর্ট অ্যান্ড স্পা হোটেল ছিলেন মোদী। ভিডিওতে দেখা যায়, সেই হোটেলের কাছে সমুদ্রসৈকতে যত প্লাস্টিকের বোতল বা অন্যান্য জিনিসপত্র পড়ে রয়েছে, ঘুরে ঘুরে সেই সবই কুড়িয়ে নিচ্ছেন তিনি। প্যাকেটে ভরে তাঁকে তুলে দিতে দেখা যায় হোটেলকর্মী জয়রাজের হাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।