বিনোদন ডেস্ক : শুক্রবারই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায় জীবনীচিত্র ‘অভিযান’। সমালোচক,দর্শকদের থেকে প্রশংসাও কুড়োচ্ছে এই ছবি। এর মাঝেই বিরাট সুখবর শেয়ার করলেন পরমব্রত, ফের একবার বাংলা ছবি পরিচালনায় পরম।
আজকাল বলিউড নিয়ে একটু বেশিই ব্যস্ত এই টলি তারকা। ‘আরণ্যক’, ‘কৌন প্রবীণ তাম্বে’- মুম্বইতে একের পর এক কাজ করে চলেছেন তিনি। পাশাপাশি টলিউডের ছবিতে অভিনয় তো রয়েইছে। তবে পরিচালনা বরাবরই পরমব্রতর প্রথম পছন্দ, তাই তো তিনি একবাক্যে রাজি হয়েছেন ‘বৌদি ক্যান্টিন’ পরিচালনা করতে। তবে শুধু পরিচালনা নয়, এই ছবিতে অভিনয়ও করবেন পরমব্রত চট্টোপাধ্যায়।
পরমব্রত-র ‘বৌদি ক্যান্টিন’-এ মুখ্য ভূমিকায় থাকছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পাশাপাশি থাকছেন পরমব্রত, সোহম এবং অনসূয়া মজুমদার। এই ছবির অনুপ্রেরণা আসমা খান। কলকাতার মেয়ে শেফ আসমা বর্তমানে লন্ডনে একাধিক রেস্তোঁরার মালকিন।
পরমব্রতর কথায় এই বছর একটি বাংলা ছবি পরিচালনার কথা ঠিক ছিল তাঁর, লন্ডনে সেই ছবির শ্যুটিং হওয়ার কথা ছিল। তবে হিন্দি ছবির কাজ, বাংলা ছবির কাজ ও ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ততার মাঝে বিদেশে গিয়ে শ্যুটিং কার্যত অসম্ভব। পরমের কথায়, ‘বাংলা ছবি পরিচালনা করে ঘরের আরাম পাই। তাই এই ছবিটার কাজ শুরু করে ভালো লাগছে। এই ছবির গল্পটা আমার মন ছুঁয়ে গেছে’।
বৌদি ক্যান্টিন-এর গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন। অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত নিজে। রান্না করতে ভালোবাসে এমন মেয়ের অস্তিত্ব খোঁজবার গল্প বলবে এই ছবি। পরিচালকের কথায়, ‘আমাদের সমাজের একাংশ একটা মেয়েকে তখনই সফল বলে মনে করে যখন সে বাইরে গিয়ে কাজ করে।…. মেয়েরা স্বাভাবিকভাবে যেটা পারেন, সেটা করেও কিন্তু একজন পুরুষের সমকক্ষ হয়ে উঠতে পারেন। সেই বার্তা দেবে এই ছবি।
এই ছেলের সঙ্গে রাত কাটাচ্ছেন শ্রীদেবীর মেয়ে, তুমুল ভাইরাল ছবি
‘বৌদি ক্যান্টিন’-এ শুভশ্রীর স্বামীর ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। সোহম কোন ভূমিকায় থাকছেন তা নিয়ে স্পিকটি নট পরম, অনসূয়া মজুমদার থাকবেন শুভশ্রীর শাশুড়ির চরিত্রে। আগামী মাসের ২০ তারিখ থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং। ‘হাবজি-গাবজি’র পর এই ছবিতে ফের জুটিতে শুভশ্রী-পরম। উল্লেখ্য, ৩রা জুন মুক্তি পাচ্ছে ‘হাবজি-গাবজি’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।