বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেতা শামীম হাসান বেশ কয়েকদিন ধরে সংবাদের শিরোনামে রয়েছেন। সম্প্রতিই তার নামে উঠে শুটিংস্পটে সহকর্মীকে হেনস্তার অভিযোগে সামাজিক মাধ্যমে নেটিজেনদের আলোচনা-সমালোচনার ঝড়।
তার বিরুদ্ধে মারধর এমনকি ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন নবাগত অভিনেত্রী প্রিয়াংকা। শুধু তাই নয়, অভিযোগ করা হয়েছে মাদকগ্রহণেরও।
যদিও সংবাদ সম্মেলন ডেকে এ সকল অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন তিনি। এক পর্যায়ে অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খোলেন শামীম। সাবেক এই প্রেমিকার ’ডাবল টাইমিং’ নিয়েও কথা বলেছিলেন তিনি।
এসব নিয়েই নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নানা চর্চা। গুঞ্জন ওঠে, শামীমের স্ত্রী অভিমানে বাড়ি ছেড়ে চলে গেছেন।
এসব দেখে শামীম হাসান সামাজিক মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমার স্ত্রী আমার সঙ্গে আছে। ভিউজের জন্য অসুস্থ নিউজ করবেন না। ভালো থাকবেন। বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব দেখেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।