বিনোদন ডেস্ক : টেলিভিশন অভিনেত্রী চারু অসোপার সঙ্গে ঘর বেঁধেছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজিব সেন। বেশ কিছু দিন ধরে তাদের দাম্পত্য কলহ চলছে। চারুর অভিযোগ— রাজিব তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে, অকারণে সন্দেহ করেছে। এমনকী চারু যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন রাজিব পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে।
চারু এসব অভিযোগ তোলার পর নীরব ছিলেন রাজিব। অবশেষে নীরবতা ভেঙে সহঅভিনেতার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর পাল্টা অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে করলেন রাজিব। আর তার প্রমাণ চারুর মায়ের কাছ থেকে পেয়েছেন বলে দাবি করেন তিনি।
বিষয়টি ব্যাখ্যা করে রাজিব সেন হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমি চারুর মায়ের কাছ থেকে কিছু ভয়েস নোট পেয়েছি। তাতে টিভি অভিনেতা করন মেহরার সঙ্গে রোমান্স করছেন চারু। করনের সঙ্গে তার রোমান্টিক সম্পর্ক রয়েছে। সে তার প্রতারণার জন্য আমাকে দোষারোপ করছে। আমরা কোন পৃথিবীতে বাস করছি!’
একইসঙ্গে চারুর সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাজিব। তার দাবি, চারু যে সব অভিযোগ এনেছে তা একেবারেই মিথ্যা। রাজিব বলেন, ‘চারুর মানুষকে বিশ্বাস করা নিয়ে সমস্যা আছে। অতীতেও ও একই কাজ করেছে। ওর মা-ই আমাকে এসব কথা বলেছে। আমিও মানুষ, মাথা আমারও গরম হয়।’
চারু প্রথম পিংকভিলার সঙ্গে আলাপকালে দাম্পত্য জীবনের অশান্তি নিয়ে অভিযোগ করেন। আর বিষয়টি ভালোভাবে দেখছেন না রাজিব। তিনি এ সংসারের ইতি টানতে চান বলেও জানিয়েছেন।
অভিনয় ক্যারিয়ারে চারু অনেক জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। নাম লেখিয়েছেন বড় পর্দায়ও। ২০১৯ সালে রাজিবের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন চারু। গত বছরের ১ নভেম্বর এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় এক কন্যা সন্তান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।