বউয়ের গিন্নিপনার কথা ফাঁস করলেন ভিকি কৌশল

ভিকি কৌশল

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ এর সংসার জীবন এক বছরের বেশি সময় ধরে ভালোই চলছে। এরই মাঝে পাকা গিন্নির মতো সব সামলেও নিয়েছেন ক্যাটরিনা। ভিকি তার নতুন সিনেমা ‘জারা হটকে জারা বাঁচকে’-র প্রচারে এসে বউয়ের গিন্নিপনার কথা ফাঁস করে জানালেন, ক্যাট নাকি তার কাজের লোকদের সঙ্গে সপ্তাহে একদিন করে মিটিং করেন এবং খরচের হিসেব নেন।

ভিকি কৌশল

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘জারা হাটকে জারা বাঁচকে’-র প্রচারের সময় এক সাক্ষাৎকারে ভিকি তাদের সাংসারের কথা বলতে গিয়ে ক্যাটরিনার ঘরকন্যার কথা ফাঁস করেছেন। এসময় ভিকি বলেন, ‘সংসারের সবচেয়ে মজার অভিজ্ঞতা হয় যখন ক্যাটরিনা প্রতি সপ্তাহে বাড়ির প্রতিটা কর্মচারীকে একত্রিত করে একটা মিটিং করে এবং বাড়ির বাজেট নিয়ে আলোচনা করে।

কীভাবে, কোথায় টাকাপয়সা খরচ হচ্ছে সব কিছুর হিসেব নেয়। এটা একটা দুর্দান্ত জিনিস। আর যখন সেই আলোচনা হয়, আমি সেটা দারুণভাবে উপভোগ করি। আমি একজন শ্রোতার ভূমিকায় থাকি। একেবারে পপকর্ন নিয়ে বসে পড়ি।’

এছাড়া ভিকি আরও জানান, তার আর ক্যাটরিনার মধ্যে সঞ্চয় বেশি করেন ক্যাট। আসলে পুরোটাই নির্ভর করে কী কেনা হচ্ছে, আর সেটা কীনতে কে কতটা আগ্রহী। ভিকির কথায়,‘এটা নির্ভর করে আমরা কী কিনছি এবং কে তাতে বেশি আগ্রহী। আমরা যদি এমন কিছু কিনছি যাতে আমি বেশি আগ্রহী, তাহলে সে বলে যে আমাদের বাজেটই মেনে চলা উচিত। যদি সেটা এমন কিছু হয় যাতে সে আগ্রহী, আর আমি বলি ‘কেন এত খরচ’এবং তারপরে সে বলে, ‘না না, আমার এটা খুব পছন্দ।’

বউয়ের বদভ্যাসে বিরক্ত শহিদ

২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে রাজকীয় কায়দায় সাত পাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাটরিনা। দুই পরিবারের সদস্য আর খুব কাছের কিছু বন্ধুদের নিয়ে হয়েছিল সেই বিয়ের আয়োজন। মিডিয়ার প্রবেশের অধিকার ছিল না। না ছিল অতিথিদের ফোটো তোলার অনুমতি।