বিনোদন ডেস্ক : স্ত্রী ক্যাটরিনা কাইফকে শুভকামনা জানালেন স্বামী ভিকি কৌশল। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারের প্রশংসা করে ভিকি ক্যাটরিনাকে এ শুভকামনা জানান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা কাইফের বলিউড যাত্রা নিয়ে কথা বলেন ভিকি।
ক্যাটরিনা কাইফের অভিনয়ে যাত্রা শুরু ২০০৩ সালের সেপ্টেম্বরে। ‘বুম’ নামের প্রথম সিনেমাই হয় বক্স অফিস হিট। এরপর ধুম থ্রি এবং টাইগার জিন্দা হ্যায়র মতো অসংখ্য ভালো সিনেমা দিয়ে দর্শকের পছন্দের নায়িকা হয়ে ওঠেন ক্যাট।
আরও পড়ুন: সালারের সঙ্গে টক্কর, ডাঙ্কির মুক্তি নিয়ে কী বললেন শাহরুখ?
দীর্ঘ ক্যারিয়ার পর্যালোচনা করলে দেখা যায়, পুরোটাই সফলতার চাদরে মোড়ানো। তাই সাক্ষাৎকারে ভিকি স্ত্রীকে একজন আসল যোদ্ধা বলে আখ্যায়িত করেন।
ক্যাটরিনা ভারতে তার ক্যারিয়ার গড়লেও জন্মসূত্রে তিনি ব্রিটিশ। হংকংয়ে জন্মগ্রহণ করা ক্যাটরিনার মা ব্রিটিশ আইনজীবী ও বাবা জন্মসূত্রে কাশ্মীরি। বলিউড নায়িকা হিসেবে ক্যারিয়ার তৈরির আগে ক্যাট ছিলেন একজন সফল ব্রিটিশ ব্যবসায়ী।
খুব অল্প বয়সেই ক্যাটরিনা ব্যবসায়ী হিসেবে ক্যারিয়ার গড়েন। তার কারণ ছিল ক্যাটের বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ। ক্যাটরিনাসহ সাত সন্তানকে রেখে আমেরিকায় চলে যান ক্যাটরিনার বাবা। তখন থেকেই মা সুজেন টারকোয়েট একা হাতে মানুষ করেছেন তাদের। তাই বাবার পদবি ছেড়ে মায়ের পদবিই ব্যবহার করা শুরু করেন ক্যাট। অল্প বয়সে হয়ে ওঠেন সফল একজন ব্যবসায়ীও।
মা সমাজসেবার সঙ্গে যুক্ত থাকায় ছোটবেলায় একাধিক দেশে বসবাস করেছেন ক্যাট। হংকং, চীন, জাপান, ফ্রান্স, সুইজারল্যান্ড, পোল্যান্ড, বেলজিয়াম, হাওয়াই এবং মুম্বাইয়ে আসার আগে শেষ তিন বছর লন্ডনে থাকেছেন ক্যাটরিনা। হোম স্কুলিংয়ের মাধ্যমেই পড়াশোনা করেছেন ক্যাট।
শোবিজ পাড়ায় প্রথম নাম লেখান মডেলিংয়ে। লন্ডনে প্রথম একটি জুয়েলারির বিজ্ঞাপনে কাজ করেন ক্যাট। এরপর লন্ডন ফ্যাশন উইকে র্যাম্পেও হাঁটতে দেখা গেছে তাকে। আর সেখানেই ক্যাটকে দেখেন ইন্দো ব্রিটিশ পরিচালক কাইজার গুস্তাদ। এ পরিচালকের হাত ধরেই মুম্বাই আসেন ক্যাটরিনা।
শুরু করেন ‘বুম’ সিনেমার কাজ। ছবির প্রযোজক ছিলেন জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফ। এই আয়েশাই ক্যাটরিনাকে নাম বদলানোর পরামর্শ দেন। তখনই টারকোয়াট পদবি ছেড়ে ভারতীয় বাবার পদবি কাইফ ব্যবহার করা শুরু করেন ক্যাট।
‘বুম’ সিনেমার পর ক্যাটরিনা জনপ্রিয়তা পান ২০০৫ সালে। ওই সময় সালমানের বোন অলভিরার মাধ্যমেই সালমানের সঙ্গে পরিচয় হয় ক্যাটের। শুরু করেন সালমান খানের সঙ্গে জুটি বেঁধে ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ সিনেমার কাজ। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি নায়িকাকে।
এই গ্রামের মানুষেরা এক দেশে রান্না করে আর অন্য দেশে ঘুমাতে যায়
বিটাউনের প্রায় প্রথম সারির সব নায়কের সঙ্গে কাজ করে নিজেকেও প্রথম সারির একজন নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ক্যাট। ধীরে ধীরে হিন্দি ভাষা আর নাচেও নিজেকে পারদর্শী করে তুলেছেন। শত বাঁধা পেরিয়ে দীর্ঘ ক্যারিয়ার জীবনে জনপ্রিয়তার শীর্ষে থাকায় আরও উদ্যমী হয়ে স্ত্রীকে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার শুভকামনা করেন ভিকি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।