স্ত্রীর সঙ্গে মুকেশ আম্বানির গোপন ছবি ফাঁস, নেট দুনিয়ায় তুমুল সমালোচনার ঝড়

মুকেশ আম্বানি

আন্তর্জাতিক ডেস্ক : নীতা আম্বানি থেকে শুরু করে মুকেশ আম্বানি, পৃথিবী বিখ্যাত এই আম্বানি পরিবারের প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে একটা আলাদা আলাদা অভ্যাস। কারোর রয়েছে জুতো পরার অভ্যাস, তো আবার কেউ কেউ এমন রয়েছেন যারা চায়ের ভক্ত। এমন একটি পরিবার, যে পরিবার সারা ভারতে নয় সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয়, সেই পরিবারের মানুষদের ব্যক্তিগত অভ্যাস কিরকম? তারা কি করতে পছন্দ করেন, আর কি পছন্দ করেন না, চলুন জেনে নেওয়া যাক।

মুকেশ আম্বানি

নিতা আম্বানি থেকে শুরু করে মুকেশ আম্বানি, এই আম্বানি পরিবারের সকলেরই রয়েছে অদ্ভুত অদ্ভুত কিছু অভ্যাস। চলুন জেনে নেওয়া যাক সেই অভ্যাসের ব্যাপারে বিস্তারিত। প্রথমে আসা যাক নিতা আম্বানির ব্যাপারে। নীতা আম্বানি হলেন এমন একজন মানুষ যিনি কিনা কখনোই নিজের জুতো রিপিট করেন না। নিজের একবার পরে ফেলা জামা কাপড় আরো একবার তিনি পরতে পারেন, কিন্তু নিজের জুতো একবারের বেশি দুবার তিনি কখনোই পরবেন না। তার সংগ্রহের মধ্যে রয়েছে প্রাদা, জিমি চু, মার্লিন, পেড্রো ইত্যাদি বিদেশি কোম্পানির এবং অত্যন্ত দামি জুতো।

তবে নিজের স্ত্রীর থেকে একেবারেই বিপরীত হলেন মুকেশ আম্বানি। তিনি নিজের পরিবারের সঙ্গে প্রতি সপ্তাহে অন্তত একটা দিন কাটানোর চেষ্টা করেন। তিনি সবসময় সাদা শার্ট পরতে পছন্দ করেন, অন্য রঙের শার্ট পরে তাকে খুব একটা বেশি দেখা যায় না। এছাড়া তিনি খুব একটা ফ্যান্সি রেস্টুরেন্টে খেতে পছন্দ করেন না। বরং তার ফেভারিট স্ট্রিট ফুড। ভাত, ডাল এবং রুটির মত সাধারণ খাবার খেতে তার বেশি ভালো লাগে।

আম্বানি পরিবারের সদস্যদের কাছে রয়েছে তাদের নিজেদের সিক্রেট ইন্সটাগ্রাম একাউন্ট। ইশা আম্বানি, আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানি নিজেরা সিক্রেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেন। তারা পৃথিবীকে জানান দিতে চান না যে তারা এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে রয়েছেন, কিন্তু তবুও সারা দুনিয়ার সাথে কানেক্ট থাকতে চান তারা। মুকেশ আম্বানি এবং নিতা আম্বানির একমাত্র কন্যা ইশা আম্বানি পিরামল একজন পার্টি পারসন। পার্টি করতে তিনি খুবই পছন্দ করে থাকেন। ক্রিশ্চিয়ান লুবোটিন, সব্যসাচীর মত বড় বড় ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে তাকে পার্টি করতে দেখা গিয়েছে। এমনকি করোনা ভাইরাসের সময় ওনার আয়োজিত হোলি পার্টি নিয়েও বিস্তার আলোচনা হয়েছিল সোশ্যাল মিডিয়া মাধ্যমে।

ছবিটি আপনার হৃদয় কঠোর না সরল

শ্লোকা মেহেতা আম্বানি আবার চা খেতে অত্যন্ত পছন্দ করে থাকেন। তার বাড়িতে বিভিন্ন ধরনের চায়ের কালেকশন রয়েছে। আম্বানি পরিবারের একটি ভিডিও বহু আগে ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল নিতা আম্বানি নিজেই শ্লোকা মেহতা আম্বানির চায়ের কালেকশনের ব্যাপারে জানিয়েছিলেন। উনি এই ভাইরাল ভিডিওতে বলেছিলেন, শ্লোকা বাড়িতে না আসার আগে তিনি জানতেই পারতেন না যে এত রকমের চা পৃথিবীতে হয়।