আন্তর্জাতিক ডেস্ক : Sholay সিনেমার সেই আইকনিক দৃশ্যের কথা মনে আছে তো। সম্প্রতি হুবহু একই কাণ্ড ঘটল বাস্তবে। স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় প্রায় 100 ফুট উচ্চতার মোবাইল টাওয়ারে উঠে বসে রয়েছেন একজন ব্যক্তি। স্ত্রী বাপের বাড়ি থেকে তাঁর কাছে ফিরে না এলে, তিনি সেই মোবাইল টাওয়ার থেকে নামবেন না। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
Sholay সিনেমার একটি দৃশ্যের ঘটনা ঘটল বাস্তবে। সেই নিয়েই এখন উত্তাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। নেটিজেনদের চোখ কপালে উঠেছে ওই ব্যক্তির চমকে দেওয়া কাণ্ড দেখে। ১৯৭৫ সালের ব্লকবাস্টার সিনেমা শোলে’তে জনপ্রিয় অভিনেতা Dharmendra এর ক্যারেক্টার জলের ট্যাঙ্কের উপরে উঠেছিল বাসন্তীর জন্য। কিন্তু, সম্প্রতি একজন ব্যক্তি সত্যি সত্যি প্রায় ১০০ উচ্চতার মোবাইল টাওয়ারে উঠে গিয়েছেন তাঁর স্ত্রীয়ের জন্য। সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তির সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যে কেউ ওই ব্যক্তির কাণ্ড দেখে চমকে উঠতে বাধ্য।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে টুইটারে। সেখানে দেখা যাচ্ছে যে, একটি বিশাল উঁচু মোবাইল টাওয়ারের একদম উপরে বসে রয়েছেন একজন ব্যক্তি। জানা গিয়েছে যে, প্রায় ১০০ ফুট উচ্চতার মোবাইল টাওয়ারে ওই ব্যক্তি নিজেই উঠে যান। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, ওই ব্যক্তি মোবাইল টাওয়ারের উপরে বসে হাত-পা নেড়ে চলেছেন। বহু দূর থেকে সেই ভিডিও তোলা হয়েছে। যা নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
जालना: माहेरी गेलेल्या बायकोला परत आणण्याच्या मागणीसाठी दारूच्या नशेत तरूणाचा ४ तास मोबाईल टॉवरवर ठिय्या.https://t.co/CbvSFUjpi9 pic.twitter.com/tNvzgVZUC7
— Lokmat (@lokmat) July 21, 2022
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের Dabhadi গ্রামের Badnapur এ। সেখানকার এক ব্যক্তি মদ্যপান করে চড়ে বসেন প্রায় 100 ফুট উচ্চতার মোবাইল টাওয়ারে। জানা গিয়েছে যে, তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছেন। এর জন্য তিনি এমন চমকে দেওয়া কাণ্ড ঘটিয়েছেন। ওই ব্যক্তি জানান, তাঁর স্ত্রী বাপের বাড়ি থেকে ফিরে না এলে, তিনি সেই মোবাইল টাওয়ার থেকে নামবেন না। পুলিশ সুত্র মারফত পাওয়া খবর অনুযায়ী প্রায় 4 ঘণ্টা পরে ওই ব্যক্তি নেমে আসেন মোবাইল টাওয়ার থেকে। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়ো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।