বিনোদন ডেস্ক : বয়সে শাহিদ কাপুরের চেয়ে ১৩ বছরের ছোট মীরা, কিন্তু ‘হোম মিনিস্টার’ বউয়ের সামনে মুখ খোলবার জো নেই শাহিদের! সম্প্রতি এক সাক্ষাত্কারে শাহিদ ফাঁস করেছেন স্ত্রী ও সন্তানদের সামনে কোনও ক্ষমতাই নেই তাঁর। এমনকী রোজই নিজের বাড়ি থেকে তাঁকে বার করে দেয় বউ, যদিও প্রতিবারই ফের ফিরে আসেন তিনি।
জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কী? শাহিদের সামনে এই প্রশ্ন রেখেছিলেন রেডিও জকি সিদ্ধার্থ কানন। ‘জার্সি’ তারকা অকপটে বলেন, ‘প্রতিদিন নিজের বউ আর বাচ্চাদের সামনে মনে হয় আমার কোনও অউকাত নেই। কিন্তু আমি এখনও বাড়িতেই থাকি। সাত বছর ধরে আমাকে কেউ বাড়ি থেকে বার করতে পারেনি, মানে আমাকে রোজই বার করে দেওয়া হয়, তবে আমি ফিরে যাই’।
মীরা আর বাচ্চারাই কি শাহিদকে বাড়ি থেকে বার করে দেয়? শাহিদ বলেন, ‘একেবারেই নয়। কিন্তু এটা ঘটে। তোমার দুটো মেয়ে রয়েছে তাঁরা তোমাকে আগলে রাখে, আমারও একটা রয়েছে। কিন্তু এখন ও স্কুল যাওয়া শুরু করেছে। আমার সঙ্গে তখনই অবিচার হয় যখন মেয়ে আমার সঙ্গে থাকে না’।
দাম্পত্য জীবন নিয়ে শাহিদের এই মজাদার জবাব শুনে হাসি চাপতে পারেননি সিদ্ধার্থ। ২০১৫ সালে সম্মন্ধ করে বিয়ে হয়েছিল শাহিদ-মীরার। বিয়ের পরের বছরই মিশার জন্ম দেন মীরা। দু’বছর শাহিদ-মীরা’র কোল আলো করে আসে ফুটফুটে পুত্র সন্তান, জৈন। অভিনেতার কথায় পিতৃত্ব তাঁর মধ্যে অনেক পরিবর্তন এনেছে। শাহিদকে আরও বেশি উন্নততর মানুষ হিসাবে গড়ে তুলেছে জীবনের এই পর্যায়, অভিনেতার কথায় পিতৃত্ব একজন মানুষকে আত্মকেন্দ্রিকতার বাইরের জগতটা চিনিয়ে দেয়।
পাশাপাশি অভিনেতা এটাও জানান তাঁর কাজের সবচেয়ে বড় সমালোচক তাঁর স্ত্রী। শাহিদ জানান, তাঁর কোনও ছবি খারাপ হলে সেটা দেখবার পর্যন্ত প্রয়োজন মনে করেন না মীরা। মুখের উপরই সরাসরি সেটা জানিয়েও দেন। সব বিষয়ে স্ত্রীর সঙ্গে মতের মিল হয় না শাহিদের, অভিনেতার কথায় সেটাই একটা সুস্থ ও স্বাভাবিক দাম্পত্যের চাবিকাঠি।
আগামিতে শাহিদকে দেখা যাবে ‘জার্সি’তে। এই ছবিতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন। গৌতম তিন্নানুরি পরিচালিত এই ছবিতে শাহিদের বিপরীতে রয়েছেন ম্রুনাল ঠাকুর। ১৪ই এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.