আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহের বিদেশ সফর শেষে স্ত্রী ফিরলেন গলায় রহস্যজনক দাগ নিয়ে! বিষয়টি নজরে আসতেই সন্দেহ দানা বাঁধে স্বামীর মনে। এই ঘটনা নিয়ে তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে।
সম্প্রতি ব্রিটেনের এক যুবক জনপ্রিয় ফোরাম ‘রেডিট’-এ নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, তাঁর বয়স ২৭ এবং স্ত্রীর বয়স ২৮। পেশাগত কাজে এক সপ্তাহের জন্য স্ত্রী গিয়েছিলেন লাস ভেগাসে। এদিকে, বাড়িতে থেকেই চার বছরের মেয়ের দেখভাল করছিলেন স্বামী।
যুবকের দাবি, সফরের সময় স্ত্রীর আচরণ ছিল অস্বাভাবিক। মেয়ের জন্মদিনে ভিডিও কলে শুভেচ্ছা জানাননি, অথচ সহকর্মী তরুণদের সঙ্গে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছেন। এতে স্বামীর মনে সন্দেহ দানা বাঁধে।
এক সপ্তাহ পর স্ত্রী বাড়ি ফিরতেই চমকে যান যুবক। দেখেন, স্ত্রীর গলায় রহস্যজনক দাগ। জিজ্ঞাসাবাদ করলে স্ত্রী জানান, এটি পোকা কামড়ের দাগ। কিন্তু সন্দেহ ভেসে ওঠে যুবকের মনে। এরপরই তিনি রেডিটে পোস্ট দিয়ে পরামর্শ চান।
এই ঘটনা সামনে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় তর্ক-বিতর্ক। অনেকেই যুবকের সন্দেহকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ তাঁকে মাথা ঠান্ডা রেখে বিষয়টি ভাবার পরামর্শ দিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।