বিনোদন ডেস্ক : ভুবন বাদ্যকর ও তার স্ত্রীকে নিঃসন্দেহে এখন সবার চেনা। কারণ এতদিন শুধুমাত্র ভুবন বাবুকেই সবাই চিনতেন। কিন্তু ‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে ভুবন বাবুর স্ত্রীর সবাই চিনেছেন।
কয়েকটি আগের এপিসোডে ভুবন বাদ্যকর ও স্ত্রীর দ্বিতীয়বার বিয়ে দিয়েছিল জিৎ নিজে। বর-কনের সাজে দুজনকেই সাজতে দেখা গিয়েছিলো। সাতপাকে ঘুরে মালা বাদল ও সব শেষে ভুবন বাবু তার স্ত্রীয়ের কপালে সিঁদুরও পরিয়ে দিয়েছিলেন।
তবে এবার চ্যানেল কতৃপক্ষের থেকে অন্য একটি প্রমো ভিডিওতে দেখা গেল সেই জুটিকে সম্পূর্ণ অন্য মেজাজে। ‘হানিমুন স্পেশ্যাল এপিসোড’ -এর ব্যবস্থা হয়েছিল ইস্মার্ট জোড়ির মঞ্চে।
যেখানে জিৎ তাদের জিজ্ঞেস করেন হনিমুন বলতে কি বোঝায়? সাথে সাথে বাদাম কাকু বলেন -‘দুজনে ঘুরতে গিয়েছিলাম একসাথে সিনেমা দেখলাম এটাই হনিমুন। সিনেমায় তো আপনাকেও (জিৎ) দেখেছি। ঠিক এই ভাবে নাচছিলেন’। ভুবন বাবু কার্যত সত্যি সত্যি জিতের মতো করে নেচে দেখান মঞ্চে। যা দেখে শেষে জিৎ নিজেই হতবাক হয়ে যান।
প্রোমো ভিডিওতে সবার সাথেই তালে তাল মিলিয়ে খেলতে দেখা যাচ্ছে বাদাম কাকু ও কাকিমাকে। এর আগে মঞ্চে টেলিভিশনের সবার সামনেই নিজের স্ত্রীকে চুমু খেয়েছিলেন ভুবন বাবু। এই রিয়ালিটি শোতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন কি না তাতো সময়ই বলে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।