জুমবাংলা ডেস্ক : মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে ৯ হাজার কিলোমিটার ভ্রমণ করেছেন বাংলাদেশের এক তরুণ দম্পতি। ভারত-পাকিস্তান হয়ে ইরান পর্যন্ত ঘুরে আলোড়ন সৃষ্টি করেছেন ইরফান-ই-এলাহী ও আমিনা আফরিন।
ইরফান-ই-এলাহী গণমাধ্যমকে বলেন, আমার স্ত্রী ও আমি দুজনই ব্যবসায়ী। বাইকে করে আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়ার বিভিন্ন পর্যটন স্পটে ঘুরেছি, পাহাড়েও গিয়েছি কয়েকবার। তবে, আমাদের ইচ্ছে ছিল বিশ্বভ্রমণ করা। সেই লক্ষে প্রস্তুতিও নিতে থাকি। ভারত, পাকিস্তান ও ইরানের ভিসার পাশাপাশি দেশের বাইরে বাইক নেওয়ার প্রক্রিয়াও সম্পূর্ণ করি। এরপর চলতি বছরের ৫ জুলাই রাজধানীর মনিপুরীপাড়ার বাসা থেকে ১৫০ সিসির বাইক নিয়ে বেরিয়ে পড়ি।
‘পরের দিন ৬ জুলাই সকালে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করি। কয়েক দিন সেখানে থাকার মধ্যেই কলকাতায় কোরবানির ঈদ পালন করি। এরপর ১১ জুলাই কলকাতা থেকে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা হই। সেখান থেকে ভারতের বেনারস, লক্ষ্ণৌ ও দিল্লিসহ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। মাঝখানে একদিন তাজমহল ঘুরে আসি। এরপর পাঞ্জাবের আম্বালা হয়ে পৌঁছাই জম্মু।’
ইরফান বলেন, এসবের মধ্যে ভারতে বসেই পাকিস্তানে যাওয়ার কাজ শুরু করি। ততদিনে ভ্রমণের ২০ দিন কেটে গেছে। তবে, কাশ্মীরের সৌন্দর্যের মুগ্ধতায় ভ্রমণের সব ধকল ভুলে যাই। সেখান থেকে কারগিলের পথ ধরি। কিন্তু সেখানে যাওয়া পথে সোনমার্গের কিছু পরেই যে জোজিলা পাসের শুরু, এটা আমাদের মাথায় ছিল না। বিশ্বের অন্যতম দুর্গম এই পাসটি তুষারপাতের কারণে বছরের অর্ধেক সময়ই বন্ধ থাকে। ভয়াবহ এই পথ পাড়ি দিতে গিয়ে দুজনেই অসুস্থবোধ করি। জোজিলা পাস পার হয়ে পৌঁছালাম কারগিলে। সেখানে থেকে ভারতের অমৃতসর।
‘৩ আগস্ট ভারতের ভূখণ্ড ছেড়ে পাকিস্তানের ওয়াগা সীমান্তে প্রবেশ করি। সেখান থেকে লাহোরে কিছুদিন থেকে পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান শহরে যাই। এরপর ১৪ আগস্ট পাকিস্তানের বেলুচিস্তানের মরুপথ পেরিয়ে ইরানের তাফতান সীমান্তে এসে থামি। এরপর ইরানের জাহেদান শহরসহ দেশটির অনেক জায়গায় ঘোরাফেরা করি।’
তিনি বলেন, এরমধ্যে সিদ্ধান্ত হয় সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার। বন্দর-ই-আব্বাস থেকেই ফেরিতে আমিরাতের দুবাই যাওয়া যায়। কিন্তু তখন অর্থের সমস্যা পড়ি। তখন বাধ্য হয়ে ফেরিতে বাইক পাঠিয়ে দিই। আমরা বিমানে করে ১৯ আগস্ট উড়াল দিলাম দুবাইয়ের উদ্দেশে। বাইকে সড়কপথে ভ্রমণের সমাপ্তি সেখানেই। এর মধ্যে বাইকে পাড়ি দিয়েছি প্রায় ৯ হাজার কিলোমিটার।
দুবাই থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নেমেছি ১ সেপ্টেম্বর। বাইকটা দুবাইয়ে এক বন্ধুর কাছে রেখে এসেছি। সেখান থেকেই পরের যাত্রাপথ ঠিক করব বলে জানান ইরফান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।