ভারতের ওড়িশার সাম্বলপুর জেলার মোদিপাড়ার বাসিন্দা বাবু লোহার (৭৫) মানবিকতার এক অনন্য নজির গড়েছেন। পক্ষাঘাতে (প্যারালাইজড) আক্রান্ত স্ত্রী জ্যোতির (৭০) চিকিৎসার জন্য নিজের প্যাডেলচালিত রিকশা চালিয়ে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেন এ বৃদ্ধ।

জানা গেছে, জ্যোতির স্ট্রোক হওয়ার পর সম্বলপুরের স্থানীয় চিকিৎসকরা পরামর্শ দেন যে জ্যোতির কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে (এসসিবিএমসিএইচ) বিশেষায়িত চিকিৎসা প্রয়োজন। তবে আর্থিক সম্পদের অভাব এবং বেসরকারি অ্যাম্বুলেন্স বহন করতে অক্ষমতার পরেও বাবু লোহার হাল ছাড়েননি। স্ত্রীর আরামের জন্য তিনি তার রিকশাটিকে একটি অস্থায়ী অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করেন।
সম্বলপুর থেকে কটক যেতে ৯ দিন লেগেছিল। লোহার সারাদিন সাইকেল চালিয়ে রাতে রাস্তার পাশের দোকানের কাছে আশ্রয় নেন। তার বয়স এবং যাত্রার শারীরিক কষ্ট সত্ত্বেও তিনি সফলভাবে হাসপাতালে পৌঁছান। পরে সেখানে জ্যোতির দুই মাস নিবিড় চিকিৎসা হয়।
এরপর ১৯ জানুয়ারি এই দম্পতি তাদের ফিরতি যাত্রা শুরু করেন। তবে চৌদ্বারের কাছে একটি গাড়ি তাদের রিকশাকে ধাক্কা দিলে জ্যোতি গুরুতর আহত হন এবং তাকে নিকটবর্তী একটি স্বাস্থ্যকেন্দ্রে সাময়িকভাবে থামতে হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তাদের দুর্দশা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে। দুর্ঘটনার পর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. বিকাশ চিকিৎসা সেবাসহ তাদের গন্তব্যে পৌঁছাতে ব্যক্তিগত আর্থিক সহায়তাও দিয়েছেন। সূত্র: এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


