বিনোদন ডেস্ক : সাফল্যের জোয়ারে ভাসছে বলিউড সিনেমা ‘অ্যানিমেল’। আলোচনা-সমালোচনাও কম নয়। মুক্তির দুই সপ্তাহ পার না হতেই বিশ্বব্যাপী ৭০০ কোটির বেশি আয় করেছে এই ছবি। তারপরেও সিনেমার প্রেক্ষাপট থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী, সবাইকে নিয়েই নেটিজেনদের মধ্যে বিতর্কের শেষ নেই।
তবে যাদেরকে নিয়ে মূল বিতর্ক, তারা এতদিন এক প্রকার চুপ থাকলেও, সরব হতে শুরু করেছেন অনেকে। বিয়ের অনুষ্ঠানে সদ্যবিবাহিতা স্ত্রীকে ধর্ষণ করার দৃশ্য ঘিরে সমাজমাধ্যমে যে নিন্দার ঝড় উঠেছে তা নিয়ে এবার মুখ খুললেন ববি দেওল। বৈবাহিক ধর্ষণ ও নিজের অভিনীত নির্বাক চরিত্রটি প্রসঙ্গে দর্শকদের দিলেন ব্যাখ্যা।
৩ ঘণ্টা ২১ মিনিটের ছবিতে ববি দেওলের উপস্থিতি খুব বেশি না হলেও তার অভিনয় দক্ষতা যতটা প্রশংসিত হয়েছে, ততটাই সমালোচিত হয়েছে ছবিতে ববি অভিনীত চরিত্র ও এর প্রেক্ষাপট। এই ছবিতে আব্রার নামক খলচরিত্রে হাজির হয়েছেন ববি। আগে দুই স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয় বিয়ে করে চরিত্রটি। শুধু তাই নয়, চরিত্রটি এতটাই উগ্র ও নারীবিদ্বেষী যে, বিয়ের দিন প্রকাশ্যে স্ত্রীর ওপর জবরদস্তি শুরু করে এবং এক পর্যায়ে স্ত্রীকে বৈবাহিক ধর্ষণ করে।
নেটিজনদের প্রশ্ন, এমন একটি নেতিবাটক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার সময় কোনও অস্বস্তি অনুভব করেছেন কিনা ববি? উত্তরে অভিনেতার সাফ জবাব, ‘আমি যখন শুটিং করেছি, আমার মধ্যে কোনও অস্বস্তি ছিল না। আমি এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করেছি, যে আদ্যন্ত একজন খারাপ মানুষ। স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে।’
নির্বাক চরিত্রে অভিনয় করা কতটা চ্যালেঞ্জিং ছিল সে প্রসঙ্গে ববি বলেন, ‘আমি যখনই আমার চরিত্রটা শুনেছিলাম, তখনই বুঝেছিলাম, কথা না বলেও এখানে আমার অনেক কিছু করার আছে। ছবিতে একটাও সংলাপ ছিল না আমার, তবে সেই নীরবতাই যেন আমাকে এক অদ্ভুত শক্তি দিয়েছিল।’
তবে এক্ষেত্রে পরিচালক সন্দীপ রেড্ডি তাকে বেশ সাহায্য করেছেন বলে জানিয়েছেন ববি।
ছবির এই দৃশ্য ঘিরে যে পরিমাণ সমালোচনা চলছে, তাতে এটি স্পষ্ট যে নির্বাক আব্রার চরিত্রটি ফুটিয়ে তুলতে ববি দেওল পুরোপুরি স্বার্থক। তবে এতকিছুর পরেও নিজেকে সিনেমার খলনায়ক বলে মানতে নারাজ ববি। বরং তার মতে আব্রার একজন প্রেমিক পুরুষ।
পরিচালক সন্দীপ রেড্ডির ২০০ কোটি রুপি বাজেটের ‘অ্যানিমেল’-এ রণবীর ও অনিল কাপুরের মধ্যকার জটিল সম্পর্ককে তুলে ধরা হয়েছে। আরও অভিনয় করেছেন রাশমিকা মান্দানা, ববি দেওল, তৃপ্তি দিমরি প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।