গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করেছেন এক যুবক। নিজের ভাষায়, দীর্ঘদিনের সংসারজটিলতা থেকে মুক্তি পাওয়ার স্বস্তি উদযাপন করতেই এ ব্যতিক্রম আয়োজন করেন তিনি।
শনিবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে দুধ দিয়ে গোসল করার কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে বিষয়টি প্রতিবেদকের নজরে আসে। এর আগে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজার এলাকায় ব্যতিক্রমী এ ঘটনা দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় মিয়া (২৫) এক বছর আগে একই এলাকার রিয়া মনি খাতুনকে (২১) বিয়ে করেন। দেনমোহর ধার্য হয় ২ লাখ ৮৫ হাজার টাকা। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। দীর্ঘদিনের টানাপোড়েনের পর অবশেষে বৃহস্পতিবার (১৭ জুলাই) পারিবারিকভাবে তালাকের সিদ্ধান্তে পৌঁছায় দুই পরিবার। সেই অনুযায়ী তালাকনামা সম্পন্ন হয় এবং মোহরানার টাকা পরিশোধ করা হয় রিয়ার পরিবারের কাছে।
এরপরই তালাকের ‘আনন্দে’ পরদিন স্থানীয় বাজারে ২৫ কেজি দুধ এনে গোসল করেন হৃদয় মিয়া। আয়োজন চলে গ্রামীণ গানের তালে তালে। গোসলের সময় তার পাশে ছিলেন স্বজন ও প্রতিবেশীরাও।
এ বিষয়ে হৃদয় মিয়া বলেন, বিয়ের পর থেকেই শান্তি ছিল না। প্রতিনিয়ত ঝগড়া ও অশান্তি লেগেই ছিল। অনেক কিছু সহ্য করেছি। অবশেষে তালাক দিয়ে সত্যিই মনে হচ্ছে মুক্তি পেয়েছি। তাই এই আনন্দে দুধ দিয়ে গোসল করেছি।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেউ কেউ বিষয়টিকে ‘ব্যতিক্রমী আনন্দ’ হিসেবে দেখলেও, অনেকে এটিকে কুসংস্কার ও লোক দেখানো কাজ বলেও মন্তব্য করেছেন।
ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে বিষয়টি পুরোপুরি ব্যক্তিগত। কেউ কাউকে এ বিষয়ে বাধ্য করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।