বিনোদন ডেস্ক : আলিয়া ভাট জন্মদিনে ভেসে গেলেন শুভেচ্ছার বন্যায়। তবে তাঁর শাশুড়ি তাঁকে কি দিলেন সেদিকে চেয়েছিলেন সকলেই। যা পেলেন তা মন ভাল করে দেওয়ার মতই। এখন তিনি রণবীর কাপুরের স্ত্রী। ফলে কাপুর পরিবারের বহুরানি অর্থাৎ বউমা। সিনেমা জগত মানেই কাপুর পরিবারের প্রায় প্রতিটি মানুষের সঙ্গে রূপোলী পর্দায় যোগ।
আলিয়ার শাশুড়ি নীতু সিংও একটা সময় পর্দা কাঁপিয়েছেন। সেই নীতু আর ঋষি কাপুরের সন্তান রণবীরের স্ত্রী আলিয়া তাই বড়ই আদরের।
৩০ বছরে পা দিলেন আলিয়া। সন্তানের মা হওয়ার পর শ্বশুরবাড়িতে তাঁর প্রথম জন্মদিনও। সেই আলিয়ার জন্মদিনে শাশুড়ি কি দিলেন সেদিকে চেয়েছিলেন সকলেই।
নীতু অবশ্য নিরাশ করেননি। তাঁর আদরের বউমাকে তিনি শুভেচ্ছা জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়াকে বেছে নেন। সেখানে তিনি একটি ছবি পোস্ট করেন। সঙ্গে লেখেন, তাঁর বহুরানি আলিয়াকে জন্মদিনের শুভেচ্ছা ও ভালবাসা এবং অনেক ভালবাসা।
শাশুড়ির থেকে পাওয়া শুভেচ্ছা অবশ্যই বিশেষ। তবে এদিন বোনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি পূজা ভাটও। তিনি লেখেন হ্যাপি ইন্টারন্যাশনাল আলিয়া ভাট ডে!
সেইসঙ্গে পূজা পোস্ট করেন তাঁর বাবা মহেশ ভাটের সঙ্গে তাঁদের ২ বোনের ছবি। এছাড়া অনেকেই আলিয়া ভাটকে জন্মদিনের শুভেচ্ছা জানান।
ছোট পোশাকে ভোজপুরি গানে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী
আলিয়া সবে মা হয়েছেন। তবে কাজ থেমে থাকবেনা। আগামী দিনে তাঁকে ফের পর্দায় দেখা যেতে চলেছে। করণ জোহরের রোমান্টিক কমেডি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে অভিনয় করছেন আলিয়া ভাট। সিনেমায় আলিয়ার সঙ্গে থাকছেন রণবীর সিং, ধর্মেন্দ্র ও শাবানা আজমির মত তারকারা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।