বিনোদন ডেস্ক : ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত হাবু চরিত্রের অভিনেতা চাষী আলম। অনার্স পড়ুয়া তুলতুল ইসলামকে বিয়ে করে ইতিমধ্যে ঘরেও তুলেছেন। বিয়ের পর স্ত্রীর বেশ প্রশংসাও করেছেন এ অভিনেতা। তিনি বলেছেন, ওপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছে। আমার বউটা লক্ষ্মী।
সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট। আমার মনের মতো। স্ত্রী তুলতুলের প্রশংসা করে এই অভিনেতা আরও বলেন, তুলতুলের চুল ও চোখ বেশি পছন্দ আমার। ওর চোখে গভীর মায়া আছে। বিনোদনজগতে কাজ করা নিয়ে শ্বশুরবাড়িতে কোনো বাধানিষেধ নেই বলে জানান চাষী আলম।
তিনি বলেন, তারা তো জেনেশুনেই আমার সঙ্গে তাদের মেয়েকে বিয়ে দিয়েছেন। বউ তো আছেই, শ্বশুর-শাশুড়ি দুজনই আমার অভিনয়ের ভক্ত। বউ আমাকে ‘হাবু ভাই’ বলে ডাকে। হা হা হা…। আড্ডা, হইচই নিয়ে থাকতে ভালোবাসেন চাষী আলম, এমনকি রাত করে বাসায় ফেরারও অভ্যাস আছে তার।
বিয়ের পর কিছুটা ছন্দপতন হবে না? বিষয়টি নিয়ে চাষী আলম বলেন, কোনো ছন্দপতন হবে না। আর আমি বিয়ের আগেই বউকে অনুরোধ করে বলেছিলাম, বিয়ের পর আমি আগের মতো থাকতে চাই। আমার বউয়েরও চাওয়া, আমি আগে যেমন ছিলাম, তেমনই যেন থাকি। সেও মনে করে হইহুল্লোড়, আড্ডা—এগুলো জীবনে বেঁচে থাকার অংশ। কোনো পরিবর্তন হওয়া যাবে না। তাহলে বোঝেন এবার।
দুর্ধর্ষ ফিচারের সঙ্গে কিলার লুক নিয়ে শিগ্রই আসছে স্যামসাংয়ের রোলেবল স্মার্টফোন
ব্যাচেলর পয়েন্ট নাটকের মাধ্যমে চাষী আলমের পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়েছে। গত ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। সেসব নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।