বউ সাজতে গিয়ে প্যান্ট খুলে গেল অভিনেত্রীর

অভিনেত্রী

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা ধারাবাহিক মানেই যেন গল্পের গরু গাছে ওঠে! কিছুদিন আগেই মানালি অভিনীত ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক নিয়ে শোরগোল ছিল তুঙ্গে। এবার অন্বেষা হাজরা অভিনীত নতুন ধারাবাহিকে স্মার্ট বউ সাজা নিয়ে নতুন কান্ড!

অভিনেত্রী

‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকে গ্রামের এক কৃষি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা। নতুন বিয়ে হওয়ার পর থেকেই বেধেছে নানা গন্ডগোল। আধুনিক বরকে নিয়ে নাজেহাল। কলকাতা থেকে তার স্বামীর বন্ধুদের বেড়াতে আসার কথা। কিন্তু বরের আদেশ অনুযায়ী আদ্যিকালের শাড়ি পরে তার বন্ধুদের সামনে যাওয়া নিষেধ!

তাই শাড়ির বদলে প্যান্ট, শার্ট পরেই বরের বন্ধুদের সামনে হাজির হতে চায় সে। সেজন্য একবার ট্রায়াল দিয়ে দেখে নেওয়ার প্রচেষ্টা। এদিকে লুজ প্যান্ট কোমর থেকে খুলে পড়ে যাওয়ার অবস্থা! সম্মান বাঁচাতে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে সে। কিন্তু রেহাই নেই। কোমর থেকে হাত সরাতেই প্যান্ট খুলে গেল । তারপর বরের সামনে স্মার্ট বউ সাজতে গিয়েই কেলোর কীর্তি।

দাঁড়িয়ে থাকা এই ছোট্ট মেয়েটিই ছিলেন একসময়ের বড় অভিনেত্রী

ধারাবাহিকের এই দৃশ্য দেখে কটূক্তি নেটপাড়ার। কেউ কেউ বলছেন, সিরিয়ালে আর কত কিছু হবে! আবার কেউ কেউ লজ্জায় চোখ ঢাকলেন।