বিনোদন ডেস্ক : দাম্পত্য জীবনের ১৫ বছর পার করেছেন বলিউডের তারকা জুটি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। নানা সময় নানা গুঞ্জন শোনা গেছে এই বচ্চনদের নিয়ে। কখনও অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে পেশাগত দিক থেকে রেষারেষি। আবার কখনওবা জয়া বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার মনোমালিন্য।

তবে এসবের কোনটাই জনসম্মুখে আনতে দেননি ঐশ্বরিয়া কিংবা জয়া বচ্চন। কিন্তু তারপরেও ঘুরে ফিরে বারবার সংবাদমাধ্যমের সামনে এসেছে বউ-শাশুড়ির সম্পর্কের সমীকরণ।
বেশ কিছু বছর আগে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য নিয়েও বচ্চন পরিবারে বিবাদ চরমে ওঠে। যার পর থেকেই নাকি অমিতাভ-জয়ার সঙ্গে একেবারেই ভাল সম্পর্ক নয় ঐশ্বরিয়ার।
বিভিন্ন সময়ই নাম না করেই তিনি দুষেছেন ঐশ্বরিয়াকে। তাদের সম্পর্কের সমীকরণ নিয়েও কম জলঘোলা হয়নি। তবে এক সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, ‘আমার ঐশ্বরিয়ার কিছু পছন্দ না হলে সেটা সামনাসামনি বলি। ওর পিছনে নিন্দা করি না। সেটা আমার অসম্মান বলেই মনে হয়।’
পাশাপাশি জয়া আরও বলেন, ‘আমরা দুজনই আরাম প্রিয়, ঐশ্বরিয়ার সঙ্গে খুব ভাল সময় কাটে।’
ক্যামেরার সামনে বচ্চনরা সব সময় সুখী পরিবার। তাইতো বি-টাউনের একটা অংশ বলে থাকে অমিতাভ-জয়ার সঙ্গে বরাবরই ঐশ্বরিয়ার সম্পর্ক খুব ভাল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



