জুমবাংলা ডেস্ক : বাগেরহাটের শরণখোলায় মোহাম্মাদ আলী খান নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ খুন হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার খোন্তাকাটা গ্রামের তার নিজ বাড়ির সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি খুন হওয়ার মাত্র চারদিন আগে দ্বিতীয় বিয়ে করেছেন।
নিহত মোহাম্মাদ আলীর চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। এদের মধ্যে বড় ছেলে মশিউর রহমান খানের সঙ্গেই মোহাম্মাদ আলী বসবাস করতেন। দীর্ঘদিন ধরে মোহাম্মদ আলীর স্ত্রী শয্যাশায়ী হওয়ায় মঙ্গলবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় দ্বিতীয় বিয়ে করে বাড়িতে স্ত্রীকে নিয়ে আসেন তিনি।
এরপর থেকেই তার মেজো ছেলে রফিকুল তার বাবার সঙ্গে ঝগড়া শুরু করেন এবং তাকে মেরে ফেলার হুমকি দেন। শুক্রবার রাতে বাড়ির সামনে কে বা কারা মোহাম্মাদ আলীকে কুপিয়ে হত্যা করে ফেলে যায়। এ ঘটনার পর থেকেই নিহতের দুই ছেলে রফিকুল ও মোস্তাফিজ পলাতক।
ছবিটি জুম করে দেখুন জঙ্গলে লুকিয়ে রয়েছে একটি প্রাণী, খুঁজে বের করুন
তবে পুলিশ জানিয়েছে, ঘাতকদের আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।