বিনোদন ডেস্ক : মুক্তির পরপরই বক্স অফিসে ঝড় তুলেছে সালমান খানের বহুল প্রত্যাশিত চলচ্চিত্র ‘টাইগার ৩’। প্রথম তিন দিনেই প্রায় ১৫০ কোটির কাছাকাছি আয় করে ফেলে সিনেমাটি। তবে চতুর্থ দিনে বেশ বড়সড় ধাক্কা খেলেন ভাইজান। বড় রকমের বিপর্যয়ের মুখে পড়েছে ‘টাইগার ৩’।
বক্স অফিস সূত্র অনুসারে, চতুর্থ দিনে বক্স অফিস থেকে মাত্র ২২ কোটি রুপি আয় করতে পেরেছে ‘টাইগার ৩’, যা সালমান খানের জন্য বেশ হতাশার সংবাদ। তৃতীয় দিনের তুলনায় ৫০ শতাংশ হ্রাস পেয়েছে সিনেমার আয়।
ইন্ডাস্ট্রি ট্র্যাকার সাকনিল্কের মতে, মঙ্গলবার ৪৪ কোটি রুপির আয় থেকে বুধবার বক্স অফিসের ২২ কোটি আয়ে নেমে এসেছে সিনেমাটি। চতুর্থ দিনের আয়ে ১৬০ কোটি ছাড়িয়েছে এটি।
এই ছন্দঃপতনে দেশীয় বক্স অফিসে ৫০০ কোটির ম্যাজিক ফিগার স্পর্শ করা কষ্টকর হয়ে যাবে সালমানের জন্য―এমনটাই মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা। চার দিন শেষে ভারতে টাইগারের আয় ১৬৯.১৫ কোটির মতো। সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ২৭০.৫৫ কোটি রুপি।
তবে হঠাৎ করে টাইগারের আয় এতটা নিম্নমুখী হওয়ার মূল কারণ গতকালের ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ।
বিশ্বকাপের মতো এত বড় মঞ্চের সেমিফাইনালের ম্যাচ ঘিরেই মূলত উন্মাদনা ছিল ভারতবাসীর। আর মুম্বাইয়ে ম্যাচ হওয়ায় অনেক মানুষ মাঠে হাজির ছিল। এমনকি টিভির পর্দা থেকে চোখ নামায়নি কেউই। তাই সিনেমা হলে বেশ বড় রকমের পতনের মুখে পড়ে ‘টাইগার ৩’।
এদিকে বক্স অফিসে ‘পাঠান’-এর সঙ্গে তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছেন ভাইজান।
প্রথম তিন দিনে যশরাজ স্পাই ইউনিভার্সের ‘পাঠান’ বিশ্বব্যাপী ৩১৩ কোটি রুপি আয় করেছিল। চতুর্থ দিনে বিশ্ব বক্স অফিসে ১১৬ কোটি আয় করেছিল ‘পাঠান’, সেই অঙ্কের ধারেকাছেও যেতে পারছে না ‘টাইগার ৩’। এ বছর কিং খানের দুটি সিনেমাই বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপির আয় অতিক্রম করেছে। তবে সালমান খান এখনো ১০০০ কোটির ক্লাবে নাম লেখাতে পারেননি। এখন পর্যন্ত বিশ্বব্যাপী তার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হলো ‘বাজরাঙ্গি ভাইজান’, যেটি বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপি আয় করেছে।
মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’-এ সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি। সিনেমাটির সবচেয়ে বড় আকর্ষণ ‘পাঠান’ শাহরুখ ও ‘কবীর’ হিসেবে হৃতিক রোশনের উপস্থিতি।
সূত্র : স্যাকনিল্ক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।